যেই ল্যাব থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস, এবার সেটিকে সম্মানিত করতে চলেছে চীন

বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (Coronavirus) জন্ম এক বছরের বেশি হয়ে গিয়েছে। কিছু মানুষ আর কয়েকটি দেশ বাদে প্রায় গোটা বিশ্বেরই বিশ্বাস যে করোনার উৎপত্তি চীনের (China) উহান ল্যাব (Wuhan lab) থেকেই হয়েছিল। করোনার প্রথম মামলাটিও উহান থেকে মিলেছিল। অবাক করা বিষয় হল, চীন এখন এই বিতর্কিত ল্যাবকে সম্মানিত করার জন্য মনোনীত করেছে। চীন উহানের এই বিতর্কিত ল্যাবকে চাইনিজ অ্যাকাডেমি অফ সাইন্সের তরফ থেকে করোনার গুরুত্বপূর্ণ গবেষণার করার প্রচেষ্টার জন্য অ্যাওয়ার্ড দেওয়ার মনোভাব আপন করে মনোনীত করেছে।

istock 1215406880

মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে, চীনের অ্যাকাডেমি অফ সাইন্সের তরফ থেকে বলা হয়েছে যে, এই ল্যাব দ্বারা করা গুরুত্বপূর্ণ গবেষণার কারণে করোনার উৎপত্তি, মহামারী বিজ্ঞান আর এর প্যাথোজেনিক মেকানিজম বোঝার জন্য সহয়তা প্রাপ্ত হয়েছে। আর এর ফল স্বরুপ করোনাভাইরাসের বিরুদ্ধে ওষুধ আর ভ্যাকসিন বানানোর রাস্তা পরিস্কার হয়েছে।

পাশাপাশি উহান ল্যাব সংক্রমণ রোখা আর মানুষকে বাঁচাতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক টেকনোলজি প্রদান করেছে। অ্যাকাডেমি অনুযায়ী, উহান ইনস্টিটিউট অফ বায়োলজির গবেষণা করোনা ভাইরাসের সংক্রমণ রোখা আর করোনার ভ্যাকসিন বানানোর জন্য গুরুত্বপূর্ণ যোগদান করেছে।

বলে দিই, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার চীনের উহান ল্যাবকে করোনার উৎপত্তি স্থল বলে গণ্য করে এসেছেন। এমনকি তিনি ওই ল্যাবের তদন্তও করতে চেয়েছিলেন, কিন্তু চীনের জিনপিং সরকার সেই তদন্তের অনুমতি দেয়নি। এরপর দীর্ঘ সময় কেটে যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংগঠনের অনুরোধে উহান ল্যাবে তদন্তের জন্য রাজি হয়েছিল চীন। তবে তখন অনেক দেরী হয়ে গিয়েছিল।

আরেকদিকে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও চীনের উহান ল্যাব থেকেই যে করোনার উৎপত্তি সেটা প্রায় মেনেই নিয়েছেন। আর সেই কারণে তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থাকে করোনার উৎপত্তির তদন্ত করে তাঁর রিপোর্ট জমা দিতে বলেছিলেন। আমেরিকার কয়েকটি গোয়েন্দা রিপোর্টে গোটা বিশ্বে করোনা ছড়ানোর জন্য চীনের উহান ল্যাবকেই দায়ী করা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর