চিনে ফের দাপট দেখাচ্ছে করোনা! WHO-র সতর্কতা ডিজিজ এক্স নিয়েও, আতংকে গোটা দুনিয়া

বাংলা হান্ট ডেস্ক : ২০২০ সালের শুরু থেকেই গোটা বিশ্ব জুড়ে দাপট দেখিয়েছে করোনা ভাইরাস (Corona Virus)। বারবার রূপ বদলে প্রায় তিন বছর করোনার আক্রমণ সহ্য করেছে মানুষ বিশ্ব। তবে আপাতত অনেকটাই থিতিয়ে কোভিডের প্রসার। কিন্তু এই পরিস্থিতিতেই আবার চিনে (China) চূড়ান্ত ভাবে শুরু হয়েছে অতিমারী আতঙ্ক। জানা যাচ্ছে, সেদেশে সাপ্তাহিক সংক্রমণ বাড়তে বাড়তে সাড়ে ৬ কোটি ছুঁতে পারে জুনের শেষেই!

ওমিক্রনের ভ্যারিয়্যান্ট এক্সবিবি (XBB) দাপট দেখাচ্ছে এপ্রিল মাসের শুরু থেকে। গত দু’মাস ধরে সাপ্তাহিক সংক্রমণের প্রায় ৪ কোটি! কিন্তু আগামী কয়েক সপ্তাহে করোনা আরও বেশি মানুষকে আক্রমণ করবে বলেই দাবি। আশঙ্কা, আগামী মাসের শেষেই নতুন ঢেউয়ের ধাক্কায় পৌঁছে যাবে সাপ্তাহিক সাড়ে ৬ কোটিতে।

চিনে করোনার সংক্রমণে একদিনে সাড়ে ৩ কোটিরও বেশি মানুষের আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে। এর জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সেদেশের বিচারব্যবস্থা। হাসপাতালে বেড মিলছিল না। ওষুধও ছিল বাড়ন্ত। আপাতত সংক্রমণের সেই ধাক্কা সামলানো গেলেও নতুন করে দাপট দেখাচ্ছে কোভিড-১৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আগেই বলেছিল, অতিমারী এখনও শেষ হয়নি। চিনের সংক্রমণ যেন সেকথাই মনে করিয়ে দিচ্ছে।

Corona China 1
এদিকে বিশ্ব থেকে পাকাপাকি বিদায় নেয়নি করোনা। তার মধ্যে আরও একটি ভাইরাস নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সংস্থার মতে, এই ভাইরাস করোনার থেকেও বিপজ্জনক। সংস্থার বিশেষজ্ঞরা এর পোশাকি নাম দিয়ে্ছে ‘ডিজিজ এক্স’। আর হু-র এই সতর্কবাণীর পর ‘ডিজিজ এক্স’ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের আশঙ্কা, ‘ডিজিজ এক্স’-এর প্রভাবে করোনার মতো আরও একটি আন্তর্জাতিক মহামারি হতে পারে। এর আগে হু-র ওয়েবসাইটে কোভিড ১৯, ইবোলা, মারবার্গ, সার্স নিপা এবং জিকার মতো ভাইরাসগুলির নাম ছিল। এবার সেই তালিকায় স্থান করে নিয়েছে ‘ডিজিজ এক্স’।

কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস ‘ডিজিজ এক্স’ নিয়ে সতর্ক করে দিয়েছেন বিশ্ববাসীকে। আরেক মহামারির জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছিলেন তিনি। ‘ডিজিজ এক্স’ করোনার থেকে বেশি ছোঁয়াচে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ঘেব্রেইসাস। এটা শুধু মানুষের মধ্যে নয়, মানুষ থেকে প্রাণী কিংবা প্রাণী থেকে মানুষের মধ্যেও ছড়াতে পারে বলে জানান তিনি। হু-র প্রধানের মতে, প্রাণীতে প্রাণীতেও ছড়াতে পারে ‘ডিজিজ এক্স’-এর জীবাণু।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর