জানেন কি দৈনন্দিন কোন কোন জিনিসের উপরে করোনা ভাইরাস কতক্ষণ বাঁচে!

বাংলা হান্ট ডেস্ক: করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। চীন থেকে আগত এই ভাইরাস এখন পৃথিবীর প্রত্যেকটি দেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ঢুকে পড়েছে এই মারণ ভাইরাস।

করোনা সংক্রমণ রুখতে ২১ দিন গোটা ভারত জুড়ে লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জেনে নিন বাড়ির কোন কোন জিনিসের ওপর করোনাভাইরাস কত দিন বাঁচে।

প্লাস্টিকের জিনিস: পলিপ্রোপিলিন নামক এক ধরনের প্লাস্টিকের উপর করোনা ভাইরাস সবচেয়ে বেশিদিন বাঁচতে পারে। এই ধরনের প্লাস্টিক দিয়েই শিশুদের খেলনা, পেন্সিল বক্স, টিফিন বক্স ইত্যাদি তৈরি করা।

কাচ : এছাড়াও কাচের জিনিসের ওপরেও করোনা ভাইরাস অন্তত চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

কাঠ: কাঠের তৈরি জিনিসের ওপর ও করোনা ভাইরাস চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই বিশেষজ্ঞদের মতামত, কোনও কাঠের জিনিসে হাত দেওয়ার পর কোনোভাবেই নাকে-মুখে হাত না দেওয়া এবং ভালো করে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেওয়া।

corona 1 1

স্টেনলেস স্টিল : স্টেনলেস স্টিলের ওপরে ৪৮ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে করোনা ভাইরাস।কোনও করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি যদি স্টেনলেস স্টিলের ওপরে পড়ে তাহলে করোনা ভাইরাস দু দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

কাপড়: কাপড়ের মত নরম জিনিসের উপর করোনাভাইরাস লম্বা সময় বেঁচে থাকতে পারে। আপনার পড়া কাপড়ে যদি করোনা ভাইরাস থেকে থাকে এবং আপনি যদি সেই কাপড়টি কয়েকদিনের জন্য না পড়েন তাহলে আপনার এই ভাইরাস সংক্রমনের সম্ভাবনা নেই।

corona 660

তামা: তামার তৈরি বস্তুর ওপর করোনা ভাইরাস ৪ ঘণ্টার ওপর বেঁচে থাকতে পারে। বাড়িতে এই সমস্ত জিনিস গুলো ছোঁয়ার পরে অবশ্যই অ্যালকোহল মিশ্রিত হ্যান্ডওয়াশ অথবা স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন তাহলেই এই সংক্রমণ কে এড়িয়ে চলে যাবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর