রাত থেকে বাড়ছে কাঁচামালের দাম! মানুষের বিপদের দিনে অসৎ ব্যবসায়ী মুনাফা তোলার চেষ্টা

বাংলাহান্ট -আজ সারা ভারতে জনতা কারফিউর পালনের নির্দেশ দেয় কেন্দ্র সরকার, সেই মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী ঘোষণা করেন সকাল ৭’টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত কারফিউ পালন করা হবে এবং বিকাল পাঁচটার সময় যারা জরুরী পরিসেবা বাইরে ছিলেন তাদের জন্য শুভেচ্ছা জানানো বার্তা দিয়েছেন কিন্তু রাজ্য তথা দেশে যেভাবে করোনা আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। ইতিমধ্যে কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের একাধিক রাজ্যে ৩১শে মার্চ পর্যন্ত আক্রান্তদের যাতে বেশি না হয় সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

শুধুমাত্র জরুরী পরিষেবা বাদে সব কিছু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় সাত দিন থাকবে বলে মনে করা হচ্ছে। এই জনতা কারফিউ পশ্চিমবঙ্গ কলকাতা সহ একাধিক পৌরসভা অঞ্চলগুলিতে পালন করা হবে কিন্তু এখানে জরুরী পরিষেবা গুলো খোলা থাকবে বলে জানিয়েছেন নবান্ন।

images 38 3

নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যদি কেউ অসুবিধার মধ্যে পড়েন তাহলে নবান্নতে যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি যেসব গরিব মানুষদের খাদ্য ও বাসস্থানের দরকার তার সাহায্য করবে নবান্ন। ইতিমধ্যে একাধিক জায়গায় কোথাও কোথাও জানা যাচ্ছে বিভিন্ন সবজি মাছ, মাংস, দুধের দাম বাড়ানো হচ্ছে।

 

ইতিমধ্যে দাম বাড়ানো নিয়ে বেশ কিছু মানুষ চিন্তুিত এর সুফল তোলার চেষ্টা করেছিল অসাধু দোকান মালিক। মানুষের বিপদের দিনে কিছু ব্যবসায়ী যে নোংরা উপায়ে টাকা ইনকাম করার চেষ্টা করছে তাদেরকে ঘৃণা ব্যাক্তি বলে দাবি করেছে।

PicsArt 03 22 11.51.20

ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাঁচা সবজি থেকে কাঁচা মাছ, মাংস দাম বাড়ানো হচ্ছে বলে সূত্র খবর আছে কিন্তু নবান্ন সূত্রে খবর যদি কেউ দাম বাড়িয়ে দেয় তা হলে গরিব মানুষের কাছে কষ্টের ব্যাপার।

যদি কোনো নাগরিকের এইরকম অসুবিধার মধ্যে পড়েন তাহলে সরাসরি নবান্নের সাথে যোগাযোগ করলে আপনার সুফল মিলবে। ইতিমধ্যে একাধিক জেয়গায় থেকে খবর আসছে সবজির দাম বেশি চাইছে দোকান মালিকরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর