লন্ডন থেকে ফেরা দুই যাত্রীর শরীরে মেলা করোনা ভাইরাস কি অভিযোজিত! নতুন স্ট্রেইনের ভয় রাজ্যে

সারা বিশ্বে এই মুহুর্তে আরো একবার কাঁপুনি ধরিয়েছে করোনা ভাইরাস (corona virus)। অভিযোজিত হয়ে নতুন রূপে লন্ডন (london) সহ গোটা ব্রিটেনে হানা দিয়েছে করোনার নতুন স্ট্রেন। ইতিমধ্যেই নতুন করে লকডাউন শুরু হয়েছে গোটা ব্রিটেন জুড়ে। এবার লন্ডন থেকে আসা বাংলার দুই যাত্রীর দেহে করোনা সংক্রমণের খবর ভয় ধরিয়েছে গোটা রাজ্যে। এই দুই যাত্রীর শরীরে মেলা ভাইরাস কি নতুন করে অভিযোজিত করোনা স্ট্রেইন, খতিয়ে দেখা হচ্ছে তা।

Mar1 2020 GettyImages 1203771991 Coronavirus scaled 1
Microscopic illustration of the spreading 2019 corona virus that was discovered in Wuhan, China. The image is an artisic but scientific interpretation, with all relevant surface details of this particular virus in place, including Spike Glycoproteins, Hemagglutinin-esterase, E- and M-Proteins and Envelope.

শনিবার লন্ডন থেকে কলকাতার সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীবাহী বিমানটির যাত্রীদের মধ্যে দুজনের কাছে আরটিপিসিআর রিপোর্ট ছিল না। রুটিন চেক আপের সময় তাদের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে। উভয় যাত্রীকেই সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুই যাত্রীর মধ্যে একজন এই মুহুর্তে চিকিৎসাধীন কলকাতা মেডিকেল কলেজে, অন্যজন ভর্তি রাজারহাট সিএমসিআই হসপিটালে।

জানা যাচ্ছে, এই দুই যাত্রীর লালারসের নমুনা পুনেতে পাঠানো হচ্ছে। তাদের সহযাত্রীদের ওপরও নজর রাখা হচ্ছে বলে খবর। এই দুইজন যাত্রীকে নিয়ে এখনো পর্যন্ত ৬ জন লন্ডন ফেরতের শরীরে মিলল করোনা ভাইরাস।

জানিয়ে রাখি, নতুন স্ট্রেইনের সন্ধান মেলার পর লন্ডন সহ ব্রিটেনের সব বিমানবন্দর থেকে ভারতের সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। একই অভিযোজিত করোনা স্ট্রেইনের সন্ধান পাওয়া গেছে ইতালিতেও। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই নাইট কার্ফু জারি করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে।

এই মুহুর্তে যখন করোনা টীকা প্রায় এসেই গিয়েছে সেই সময়ে নতুন স্ট্রেইনের খোঁজ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এই নতুন স্ট্রেইন যদি ছড়িয়ে পড়ে তবে নতুন করে যুদ্ধ শুরু করতে হতে পারে।

 

সম্পর্কিত খবর