সাবধানতা অবলম্বন: হটস্পট না হয়েও সিল করে দেওয়া হয়েছে গোটা ওয়ার্ড, দেখুন ছবি

গোটা দেশে করোনায় মোট আক্রান্তদের সংখ্যা ৭৪০০ পার করেছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩৯ জন। ইতিমধ্যে নবান্নের তরফে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। রাজ্যের বেশ কিছু অঞ্চলকে হটস্পট চিহ্নিত করে ইতিমধ্যে ব্যাবস্থা নেবার সিদ্ধান্ত নিয়েছে মমতা ব্যানার্জির সরকার।

হটস্পট হিসাবে চিহ্নিত না হয়েও গোটা ওয়ার্ড সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম শহরের। গতকাল রাত থেকেই সিল করে দেওয়া হয়েছে মধ্যমগ্রাম পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ড।

IMG 20200412 200918

ওয়ার্ড দুটিতে প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ডে প্রবেশে বঙ্কিমপল্লী, বিজয়নগর এর মতো ব্যাস্ত রাস্তাগুলিও। বন্ধ দোকান বাজার। মোড়ে মোড়ে পুলিশি প্রহরা। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাজার।

এই পরিস্থিতিতে মধ্যমগ্রাম পৌরসভা ও পুলিশ নজর রাখছে জনগনের সুবিধার দিকেও। পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্ক ফোর্সের সদস্যরাই বাড়ি বাড়ি ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবেন।

IMG 20200412 201005

কয়েকদিন আগেই মধ্যমগ্রাম পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলার বছর ৬০ এর অরবিন্দ মিত্র অসুস্থ হন । পরে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায় । যদিও তিনি বিদেশ জাননি বা বিদেশ ফেরত কারোর সংস্পর্শে আসেন নি। একজন জনপ্রতিনিধি হওয়ায় তিনি অনেক মানুষের সংস্পর্শে এসেছিলেন মনে করা হচ্ছে। তাই সিল করে দেওয়া হচ্ছে গোটা ওয়ার্ড।

সম্পর্কিত খবর