লরির চাকা থেকেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, সম্ভব হলে ড্রাইভাররা বাড়ি থেকে খাবার আনুনঃ মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ বাইরের রাজ্যের থেকে আগত লরির চাকা থেকেও ছড়াচ্ছে করোনা ভাইরাস, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে করোনা সংক্রমণ নিয়ে আলোচনা প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন।

বাড়ছে করোনা সংক্রমণের হার
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক সম্পন্ন করার পর বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও, জুলাই মাস পর্যন্ত ঝাড়গ্রামে সংক্রমণের সংখ্যা বেশ কম ছিলকিন্তু আগস্ট মাস থেকেই আবার হু হু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণের মাত্রা। এই ঘটনায় কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী।

লরির চাকা থেকে করোনা ছড়াচ্ছে
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মুম্বই-চেন্নাই থেকে এখানে প্রচুর পরিমাণে লরি আসে। কাপড় জামা, বাজারের থলি থেকেও যেমন করোনা ভাইরাস ছড়িয়ে পরে, তেমনই এই লরির চাকা থেকেও ভাইরাস ছরিয়ে পড়ছে। প্রয়োজনে চাকার ফরেন্সিক পরীক্ষা করেও দেখা যেতে পারে’।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বললেন, বাইরের রাজ্য থেকে যেকটা লরি আসছে, সম্ভব হলে ড্রাইভাররা তাদের খাবার বাড়ি থেকে নিয়ে আসলে ভালো হয়। কিন্তু ধাবায় বসে খাবার খাওয়ার ক্ষেত্রে স্যানিটাইজেশনের বিষয় মাথায় রাখতে হবে। প্রশাসনকে স্যানিটাইজ করার ব্যবস্থা করতে হবে।

সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে
আসন্ন পুজোয় যাতে এই করোনা আক্রান্তের সংখ্যা আর বৃদ্ধি না পায়, সেদিকেও সজাক থাকতে বললেন মুখ্যমন্ত্রী। সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শও দিলেন। বললেন, ‘এখানে এমন অনেককেই আছেন যাদের মুখে মাস্ক নেই। তাদের বলছি মাস্ক অবশ্যই ব্যবহার করুন’। সেইসঙ্গে যাদের কাছে মাস্ক নেই, তাদের মাস্ক কিনে দেওয়ার দায়িত্ব তুলে দিলেন সরকারি আধিকারিকদের হাতে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর