স্বস্তির খবরঃ প্রথমবার করোনায় সুস্থ হওয়ার সংখ্যা রোগীদের থেকে বেশি হল

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনায় আক্রান্তদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। যদিও স্বস্তির খবর হল করোনায় সুস্থ হওয়া মানুষদের সংখ্যা অ্যাক্টিভ কেসের থেকে বেশি হয়েছে। এছাড়াও গোটা দেশে করোনার কারণে এখনো পর্যন্ত ৭ হাজার ৭৪৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে আজ সকাল ৯ টার বুলেটিনে জানানো হয় যে, দেশে এখন করোনার অ্যাকটিভ কেস হল ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২। আর এই ভাইরাসে এখনো পর্যন্ত ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়া মানুষের সংখ্যা সক্রিয় মামলার তুলনায় বেশি।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৮৫ টি নতুন মামলা সামনে এসেছে আর ২৭০ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশে রকভারি রেট ৪৮.৮৮ শতাংশ।

ICMR এর তরফ থেকে স্যাম্পেল টেস্টিং এর সংখ্যা প্রতিদিন বাড়ানো হচ্ছে। দেশে বেসরকারি আর সরকারি দুই প্রকারের ল্যাবেই করোনার স্যাম্পেল পরীক্ষা হচ্ছে। ICMR অনুযায়ী এখনো পর্যন্ত গোটা দেশে ৫০ লক্ষ ৬১ হাজার ৩৩২ টি স্যাম্পেলের পরীক্ষা হয়েছে।

গতকাল ২৪ ঘণ্টার মধ্যে ১ লক্ষ ৪২ হাজার ২১৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

করোনার সংক্রমণের মামলা প্রতিদিন বেড়ে চললেও স্বস্তির খবর হল দেশে সক্রিয় রোগীদের সংখ্যা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর