Coronavirus ভাইরাসের কোপে তালা পড়লো বিশ্বের সবথেকে বড়ো গাড়ি কোম্পানির, ২৫,০০০ কর্মচারীকে বেতন ছাড়াই পাঠানো হলো ঘর

করোনা(corona) ভাইরাসের দরুন হওয়া মৃত্যুর সংখ্যা ক্রমান্নয়ে বেড়েই চলেছে। সেখানেই এই প্রানহানীকর ভাইরাসের প্রভাব এখন ব্যবসাতেও দেখা দিচ্ছে। এই ভাইরাসের প্রভাবে পৃথিবীর সবথেকে বড়ো গাড়ীর কারখানা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই। শুক্রবার দক্ষিণ কোরিয়ার হুন্ডাই কম্পানি তার আলসন কম্পেক্সে থাকা প্লটে কাজ বন্ধ করে দিয়েছে। তাদের কথা অনুসারে বহু প্রয়োজনীয় গাড়ীর অংস চীন থেকে আনা হত। তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় হুন্ডাইকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

চীন থেকে আসতে পারছেনা প্রয়োজনীয় পার্টস
হুন্ডাই আলসন কম্পেক্সে ১৪ লাখ গাড়ী এক বছরে প্রস্তুত করে । এখানেই প্রয়োজনীয় দ্রব্যাদী যুক্ত করে গাড়ী রপ্তানি করা হয় সমস্ত বিশ্বে। বেশিরভাগ পার্ট আসে চীন থেকে । তাই বলা চলে যে বহুয়াংসে কম্পানিকে চীনের ওপর নির্ভর করে থাকতে হয়। চীনে করোনা ভাইরসের প্রবেশের দরুন চীনে বহু কারখানায় তালা পরেছে । যার ফলে পার্টস আসছেনা কম্পানির হাতে। তাই ইতিমধ্যেই চরম ক্ষতির মুখ দেখতে হয়েছে কম্পানিকে। কিছু দিন আগেই বিশ্বের পঞ্চম বৃহত্তম গাড়ী প্রস্তুত কম্পানি হিসেবে ঘোষনা করা হয়েছিল হুন্ডাই কে। তবে ক্ষতির হার সেসব ভুলতে বাধ্য করেছে ।

৩৫০০ কোটি টাকার ক্ষতি
অনুমান অনুসারে গত পাঁচ দিনে ৫০০ মিলিয়ন আমেরিকার ডলার ক্ষয় করেছে কম্পানি। যার পরিমান ভারতীয় টাকায় ৩৫০০ কোটি টাকা। কেবল হুন্ডাই ই নয়, কিয়ে এওং ফ্রান্সের গাড়ী কম্পানি রেনো ও তার কিছু অংস বন্ধ করেছে।

এটি কেবল শুরু
বেশিরভাগ দেশ নিজের নিত্য প্রয়োজনীয় দ্রব্য চীন থেকে আমদানি করে, কিন্তু করোনা ভাইরাসের দরুন তা সম্পূর্ন ভাবে বন্ধ হয়ে গিয়েছে। আসতে আসতে বাকি কম্পনিগুলিও ক্ষতির সম্মুখীন হতে চলেছে বলে ধারনা দক্ষিণ কোরিয়ার এক অর্থনীতিবিদের।

সম্পর্কিত খবর