কেরল মদকে রাখা হল আবশ্যক শ্রেণীর মধ্যে! করোনা আতঙ্কের মধ্যেও জারি থাকবে বিক্রি

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে করোনা ভাইরাস নিয়ে ছড়ানো আতঙ্কের মধ্যে বড় খবর আসছে কেরল থেকে। কেরল মদ বিক্রি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেরল সরকার সমস্ত রকম পানীয় পদার্থকে আবশ্যক শ্রেণীতে রেখেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন কোভিড-১৯ মহামারীর মধ্যে রাজ্যে মদ বিক্রির সিদ্ধান্তকে সঠিক বলেছেন। বিজয়ন বলেন, ‘ রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মদ বিক্রি চালু রাখতে হবে আর মদকে আবশ্যক শ্রেণীতে রাখা হবে।”

বিজয়ন বলেন, মদের দোকান খোলা থাকবে। যখন সরকার মদ বিক্রি বন্ধ করে দিয়েছিল, তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধী নেতা রমেশ চেনিথলা বলেন, সরকার রাজ্যে কোনভাবেই মদের দোকান বন্ধ করবে না, এর জন্যই এরকম অজুহাত দিচ্ছে। মদের দোকান এমন ভাবে চলতে থাকলে আরো সমস্যা সৃষ্টি হবে।

মদ বিক্রি করে বছরে প্রায় ২৫০০ কোটি টাকা রাজস্ব পায় কেরল সরকার। কেরল সরকারের প্রাপ্ত মোট রাজস্বের এটি ১৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, কেরলের আগে পাঞ্জাব সরকার রাজ্যে লকডাউন জারি থাকাকালীন সমস্ত মদের দোকান খোলা রেখেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর