করোনা ভাইরাস আরো ছড়িয়ে পড়বে কারন দায়িত্বজ্ঞানহীন নির্বোধে ভরে গেছে ভারত মন্তব্য দেশবাসীদের

ভারতে এই মুহুতে করোনায় আক্রান্তের  সংখ্যা প্রায় ২০০ জন। এখন  আবধি মারা গেছে চারজন।  করোনা ভাইরাস কলকাতার দ্বিতীয়। আবারও এক তরুণের এই ভাইরাস মেলে। তার ২ বন্ধুর নমুনাও পজেটিভ বলে জানা গিয়েছে।  জানা গিয়েছে, তরুণের বাড়ি দক্ষিন কলকাতার বালিগঞ্জের বাসিন্দা । বয়স ২২। ১৩মার্চে লন্ডন থেকে দিল্লী বিমানবন্দর হয়ে কলকাতার আসা তরুণ।

এখন বেলে ঘাটা আইডি তে ভর্তি তিনি।  মা,বাবাকেও ভর্তি করা হবে হাসপাতালে কারণ সেখানে তাদের এই ভাইরাসের পরীক্ষা করা হবে।সরকারি দপ্তর থেকে ইতিমধ্যে কাজ শুরু করেছে। প্লেনের তার সঙ্গে কে কে ছিল সে বিসয় খোঁজ খবর শুরু করা হয়েছে।তাকে নিজেকে বিচ্ছিন্ন করতে এবং হাসপাতালে দেখার জন্য বলা হয়েছিল, তবে আমলা মায়ের ছেলের ডাক্তারদের কথা শুনতে খুব শীতল ছিল।এই নির্বোধ একা কতজন লোককে সংক্রামিত করতে পারে তা নিজেই সে জানে না।  পাঞ্জাবের ১৬০ জন লোক যাকে নিজেকে বিচ্ছিন্ন করতে বলা হয়েছিল তারা এখন নিখোঁজ,  তাদের খুজে পাওয়া যায় নি।লোক বিচ্ছিন্নতা কেন্দ্রগুলি থেকে পালাচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন যে তাদের আরও ভাল সুবিধাগুলি, ক্লিনার ওয়াশরুম এসব দিতে হবে।   করোনায় আক্রান্ত হোয়া মানুষরা এভাবে ঘুরে বেড়াচ্ছে তা মেনে নিতে পারছে না অনেকেই।

আর এই সমস্ত লোককে অবশ্যই জরিমানা ও জেল উভয়ই শাস্তি পেতে হবে বলে দাবি তোলে অনেকেই । ১৩ তারিখ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন এই তরুণ। দিল্লিতে দেড় ঘণ্টা ছিলেন তিনি। এরপর আসেন কলকাতায়। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি, ১৭-য় ভর্তি করা হয় হাসপাতালে। কাল গভীর রাতে জানা যায়, তাঁর রিপোর্ট পজিটিভ। তাই এখন সব মানুষের সবার কাছে একটাই অনুরোধ নিজে সুস্থ থাকুন, আর অন্যদেরও সুস্থ থাকতে দিন। নাহলে এই বিপদ পরে আরও বাড়তে পারে।

সম্পর্কিত খবর