করোনা ভাইরাস কোনো প্রভাব ফেলতে পারবে না আইপিএলে কারন আমরা সবদিক দিয়ে তৈরি, সৌরভ গাঙ্গুলি।

এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে অলিম্পিকের মত বড় প্রতিযোগিতায়। করোনা ভাইরাসের জেরে অনেক টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে আবার অনেক টুর্নামেন্ট বাতিল হয়ে যাচ্ছে। ইতালির সিরি এ-র ম্যাচ গুলি হচ্ছে দর্শক শূন্য স্টেডিয়ামে। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস যতই প্রভাব বিস্তার করুক না কেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিলেন আইপিএলে বিন্দুমাত্র প্রভাব পড়বে না করোনা ভাইরাসের। নির্ধারিত সময় সূচী মেনেই শুরু হবে আইপিএল।

   

এক ক্রিকেট নিউজ সংস্থার লাইভে এসে সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিলেন সম্পূর্ণ নিরাপদে অনুষ্ঠিত হবে আইপিএল তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিৎ সেই সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ইতিমধ্যেই আইপিএল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাথে। এবারের অইপিএল যাতে সুষ্ঠ ভাবে সংগঠিত হতে পারে সেই বিষয়ে সমস্ত পরিকল্পনা ইতিমধ্যেই নিতে শুরু করে দিয়েছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।

সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন করোনা ভাইরাসের ব্যাপারে খুবই সচেতন রয়েছে ভারতীয় বোর্ড। আইপিএলের সাথে যুক্ত সমস্ত দিকে কড়া নজর রাখছে বোর্ড। ক্রিকেটার, কোচ সহ দলের সাপোর্ট স্টাফ, টিম হোটেল থেকে শুরু করে এয়ারলাইন্স সব দিকেই কড়া নজর রাখছে যাতে কোনো ভাবেই করোনা ভাইরাস প্রভাব ফেলতে না পারে আইপিএলে। সেই সাথে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি মেডিকেল টিম তৈরি হয়েছে যারা নিয়মিত যোগাযোগ রাখছেন হাসপাতাল গুলোর সাথে। কোনরকম বেগতিক দেখলে সরাসরি বড় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর