ভুয়ো ডিগ্রী প্রকাশের মামলায় অভিষেক কে তলব দিল্লি আদালতের

বাংলা হান্ট ডেস্ক: ফের ঝঞ্ঝাটে তৃণমূল, ভুয়ো ডিগ্রি প্রকাশের মামলা করা হলো ডায়মন্ডহারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের আইনজীবী সার্থক চতুর্বেদীর করা মামলায় ২৫ জুলাইয়ের মধ্যে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দিল দিল্লির এক আদালত।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগেই অভিষেকের বিরুদ্ধে CPIM অভিযোগ এনেছিল, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল হলফনামা জমা দিয়েছে সে। দলের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর বিধানসভায় অভিযোগ জানিয়ে, বলেন, ‘তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় জানিয়েছেন যে তিনি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮-০৯ সালে পাশ MBA ডিগ্রি নিয়ে পাশ করেছেন। কিন্তু ২০১৪ সালে দিল্লি হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় ওই শিক্ষা প্রতিষ্ঠানই জানিয়েছিল, কোনও ডিগ্রি দেয় না তারা।’

তবে জানা গেছে, ২০১৪ সালে ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রায় বেরিয়েছিল দিল্লি আদালতে। আর ২০০৯ সালে ডিগ্রি পেয়েছিলেন অভিষেক।

সম্পর্কিত খবর