‘এমন পদক্ষেপ নেব, যা অতীতে কখনও হয়নি” নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রভাবশালীকে ধমক বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা ইস্যুতে বিগত কয়েক মাস ধরে উত্তাল বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই নানা অভিযোগে তদন্তকারী সংস্থার জালে ধরা পড়েছে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam ) বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। বিগত প্রায় ৩ মাস থেকে জেলেই দিন কাটছে তার। বারংবার মিনতি জানিয়েও জামিন দেয়নি আদালত।

এবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের সুবীরেশের বিরুদ্ধে আরও কড়াকড়ি আদালতের । SSC নিয়োগ দুর্নীতি মামলায় মুখ না খুললে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল আদালত।

বৃহস্পতিবার SSC মামলার শুনানি চলাকালীন আদালতে সিবিআই জানায়, তদন্তে সঠিকভাবে সহযোগিতা করছেন না সুবীরেশ। জেরায় মুখ খুলছেন না তিনি। কোন কোন প্রভাবশালী এর সঙ্গে যুক্ত তা বলছেন না তিনি। মুখে কুলুপ এঁটে রয়েছেন তিনি। এর পরই কার্যত অস্বস্তি বাড়লো সুবীরেশের।

এদিন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে বলেন,” অভিযুক্ত যদি তদন্তে সহযোগিতা না করেন তাহলে এমন পদক্ষেপ করব যা অতীতে কখনও হয়নি।” অভিযুক্তকে তদন্তে সহযোগিতা করতে হবেই। দরকারে অভিযুক্তকে দিল্লি নিয়ে গিজে জেরা করতে পারে তারা। পাশাপাশি, বিচারপতির সিবিআইয়ের আইনজীবীকে আদালত নির্দেশ দেন, সুবীরেশ এখনো পর্যন্ত তদন্তকারীদের কী কী তথ্য দিয়েছেন তা বেলা ৩টের মধ্যে পেশ করতে হবে আদালতে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে সিবিআই। স্কুল সার্ভিস কমিশনে সবচেয়ে দীর্ঘ সময় চেয়ারম্যান ছিলেন সুবীরেশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর