নতুন করে ৬৬ জনের মধ্যে পাওয়া গেলো Covid-19! বাড়ছে মৃত্যু! জেনে নিন প্রতিটি রাজ্যের পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনায় (Corona) আক্রান্তদের সংখা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৬ টি মামলা সামনে এসেছে। এখন গোটা দেশে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ৬২৬ হয়ে গেছে। এর মধ্যে ৫৭৯ টি অ্যাকটিভ কেস। দেশের ২৫ টি রাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে। গোটা দেশে লকডাউন (Lockdown) ঘোষণা হয়েছে। কিন্তু রোগীর সংখ্যা কম হওয়ার নাম নিচ্ছে না। আর ধীরে ধীরে মৃত্যু বেড়ে চলেছে।

করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যপ্রদেশে করোনায় প্রথম মৃত্যু হয়েছে। ইন্দোরে ৬০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। আরেকদিকে তামিলনাড়ুর মুদরে তেও এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এরপর শহরে সতর্কতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। গুজরাটে এক ৮৫ বছরের মহিলার মৃত্যু হয়েছে করোনার কারণে।

করোনায় দেশের ২৫ টি রাজ্য প্রভাবিত সবথেকে বেশি খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ওই রাজ্যে এখনো পর্যন্ত ১২৫ টি মামলা সামনে এসেছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ -৯, বিহার -৬, দিল্লী ৩০, গুজরাট ৩৬, হরিয়ানা ১৪, হিমাচল প্রদেশ ৩, কর্ণাটক ৪১, মধ্যপ্রদেশ ২০, পাঞ্জাব ২৯, রাজস্থান ৩৬, তামিলনাড়ু ১৬, তেলেঙ্গানা ২৭।

করোনায় দ্বিতীয় স্থানে আছে কেরন। সেখানে এখনো পর্যন্ত ১০১ টি মামলা সামনে এসেছে। কেরলে বিগত ২৪ ঘণ্টায় কোন নতুন কেস সামনে আসেনি। এছাড়াও উত্তর প্রদেশ ৩৬, চণ্ডীগড় ৭, জম্ম কাশ্মীর ৭, লাদাখ ১৩, মনিপুর ১, উড়িষ্যা ২, পদুচেরি ১, উত্তরাখণ্ড ৩, পশিমবঙ্গ ৯ আর গোয়ায় ৩।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর