“ঘুটে পোড়ে গোবর হাসে” এবার হাসি সার্থক করে গোবর পাড়ি দিল আমেরিকায়,অবাক হওয়ার মতন ঘটনা!

 

বাংলা হান্ট ডেস্ক : গরুর রচনা আমরা ছোটবেলায় অনেক পড়েছি। কিন্তু সেখানে লিখতে গিয়ে হয়েছে অনেক অভিজ্ঞতা। গরুর উপকারিতা লিখতে গিয়ে পৃষ্ঠা তখন ভরে যেত প্রায়। কিন্তু গরুর এতটা উপকারিতা ছোট শিশুদের সকলেই জানে। কিন্তু গরুর দুধের উপকারিতা আমরা সকলেই জানি। কিন্তু গোবরের ভেতর উপকারিতা তা আমরা অনেকেই জানিনা। খবর এখন দেশের নয় বিদেশের বাজারে বিক্রি হচ্ছে। আমেরিকার বিপণিতেও।

নিউ জার্সির এডিসনের একটি বিপণির তাকে রাখা রয়েছে ঘুঁটে। ১০টির দাম ২.‌৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২১৪ টাকা।
সমর হালারঙ্কার ছবি শেয়ার করেছেন। তারপরে সোশ্যাল মিডিয়ার তা নিয়ে চলছে আলাপ। তাঁর এক আত্মীয় এডিসনের বিপণিতে গিয়ে ওই ঘুঁটের প্যাকেট দেখেন। দেখে ছবিটি তুলে পাঠিয়েছেন। সেটি এখন ভাইরাল। প্যাকেটে স্পষ্ট লেখা রয়েছে, ‘‌ধর্মীয় কাজে ব্যবহারের জন্য। খাওয়ার জন্য নয়’‌। ১০টির দাম ২১৪ টাকা। অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো অনলাইন শপিং সংস্থায় যদিও আরও বেশি দামে বিক্রি হয় এই গোবর। মজার বিষয়, ঘুঁটের গায়ে লেখা ‘‌ভারতে তৈরি’‌। গোবর যে নিজের জায়গায় এতটা বাড়িয়ে নিবে তা অনেকেরই চিন্তার বাইরে। টুইটারে ছবিটি পোস্ট করে সমরের প্রশ্ন, ‘‌ঘুঁটে ভারতে তৈরি না বিদেশে, সেটা গুরুত্বপূর্ণ কেন?‌’‌ ওই প্রশ্ন তুলেছেন নেটিজেনরাও। অনেকের আবার কৌতুক, ‘‌ভারতের গরুর গোবরে বিশেষ কী থাকে?‌’‌ কেউ আবার বলছেন, সবই মার্কেটিং স্ট্র‌্যাটেজি।

সম্পর্কিত খবর