পুজোয় নয়া ‘সহজপাঠ” প্রকাশ করল বামেরা! বঙ্গবাসীকে নতুন করে অ-আ-ক-খ শেখাবে CPIM

বাংলা হান্ট ডেস্কঃ অতীতে কখনোই ধর্ম কিংবা অন্য কোন ধর্মীয় উৎসবকে বিশেষ গুরুত্ব দিতে দেখা যায় না বামপন্থীদের। উৎসবে সামিল হওয়া প্রসঙ্গে এক প্রকার উদাসীন তারা। অথচ প্রতিবছর দুর্গাপুজোর (Durga Puja) সময় নিয়ম করে দলের পক্ষ থেকে বইয়ের অস্থায়ী স্টল বসে। শুধু তাই নয়, পুজোর সময় সেগুলির বিক্রি হয় চোখে পড়ার মতন আর এর মাঝে এ বছর বামপন্থীদের নয়া সংযোজন, ‘সহজপাঠ’। যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

শৈশবে প্রতিটি বাচ্চা ছেলে মেয়েদের অ-আ-ক-খ শেখার জন্য পড়ানো হয় সহজপাঠ। অ-এ অজগর আসছে তেড়ে থেকে শুরু করে জীবনের প্রথম পাঠ শেখে তারা আর এবার এই বিষয়টিতেও রাজনীতি জুড়ে দিল সিপিএম, যা নিয়ে শোরগোল তুঙ্গে।

এদিন মহম্মদ সেলিম এ প্রসঙ্গে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, যেখানে শুরুতেই তিনি লেখেন, “লড়াইয়ের সহজ পাঠ। উৎসবের মরসুমে দিন বদলের বর্ণপরিচয়।” এরপর কয়েকটি টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়, যেখানে লেখা রয়েছে, “ছোট কথা শেখে অ আ/ হক কথা সোচ্চারে কওয়া/ মুঠো হাত এ ঐ/ চাকরিটা আনবোই/ ম চালায় ডাকাতদল/ রাজ্যজুড়ে কলরোল / ট ঠ ড ঢ করে গোল/দুর্নীতিকে কাঁধে তোল।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে অন্যান্য একাধিক মামলায় কোণঠাসা তৃণমূল কংগ্রেস। একাধিক নেতা-মন্ত্রীরা হেফাজতে। এই পরিস্থিতিতে তাদের উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ ছুড়ে চলেছে বিরোধী দলগুলি। প্রতিবাদে মিছিল করতে দেখা গিয়েছে সিপিএমকেও আর এবার বাজারে এলো তাদের নয়া সংযোজন, সহজপাঠ।

তবে এই বই নিয়ে ইতিমধ্যেই একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েছে। অতীতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ করতে একাধিক বৈচিত্র্যময় গান এবং স্লোগান সৃষ্টি করেছিল সিপিএম। সেগুলি ভাইরাল পর্যন্ত হয়। তবে এবার সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার অস্ত্র হিসেবে সহজপাঠকে রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে আসা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর