তলানিতে এসে ঠেকছে সমর্থন, কমছে মহিলা এবং যুবের যোগদান- ধুকছে সিপিএম

বাংলাহান্ট ডেস্কঃ সর্থনের সাথে সাথে কমেছে সদস্য সংখ্যাও। একেবারে মুখ থুবড়ে পড়ে শেষের দিক থেকে এগিয়ে আছে সিপিএম (CPIM)। এক সময়ের রাজ করা দলে এখন আর কেউই তেমন যোগ দিতে চাইছেন না। বিশেষ করে যুব সম্প্রদায় তো কোন কিছুর বিনিময়েও যোগ দিতে চাইছে না সিপিএম দলে। যার ফলে তলানিতে এসে ঠেকেছে সদস্য সংখ্যা।

west bengal 4 1
৩৪ বছরের শাসনকালে কোন বিরোধী পক্ষই ধারে কাছে ঘেষতে পারে নি সিপিএমের। তৃণমূলের (TMC) পর তাঁদের জায়গায় ঘাটি গেড়ে বসেছে গেরুয়া শিবির। যার ফলে পশিমবঙ্গে (Wset bengal) ধূলিস্মাৎ হতে চলেছে তাঁদের এই দল। এখন আর কেউই তেমন একটা যোগ দিতে চাইছে না সিপিএমে। সিমিএম সমর্থকরা তাই এখন চিন্তার সম্মুখীন হয়েছে। দলে সদস্য না থাকলে দল কিভাবে চলবে সেই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে।

২০১৫ সালে সিপিএম দলে ৩১ বছরের নিচে যুবর সংখ্যা যেখানে ছিল ১৩.৫ শতংশ, আজকের দিনে অর্থাৎ ২০১৯-এর হিসাবে সেই পরিমাণ দাঁড়িয়েছে ৮.৭৫ শতাংশে। আবার দলে সামান্য হলেও কমে গিয়েছে মহিলা সদস্যের পরিমাণ। তাঁদের দাবী অপরদিকে তাঁদের এই সদস্য সংখ্যা নিয়ে এগিয়ে যাচ্ছে বিজেপিরা (BJP)।

দলীয় বিশ্লেষণে সিপিএমের তরফে দেখা গেছে দলে ব্যপকহারে কমেছে যুবদের সংখ্যা। এরইমধ্যে এই বিষয়টি দলের ৩ নম্বর চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। সিপিএম দলে ২০১৫ সালে পশ্চিমবঙ্গে ৩১ বছরের নিচে দলে যুবর সংখ্যা যেখানে ছিল ১৩.৫ শতংশ, ২০১৯-এ সেই সংখ্যা কমে গিয়ে ৮.৭৫ শতাংশে। অর্থাৎ ৪ বছরে সদস্য সংখ্যা কমে গিয়েছে প্রায় ৪.৩০ শতাংশ। তেমনই রাজ্যে সিমিএমের মহিলা সমর্থকের পরিমাণ ২০১৫ সালে ছিল ১০.০৪ শতাংশ, যা ২০১৯ সালে দাঁড়িয়েছে ১০.০৩ শতাংশ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর