সূর্যাস্তের পর সেলিমদয়, প্রথম সংখ্যালঘু রাজ্য সম্পাদক পেল বঙ্গ সিপিএম

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে গঠিত হল সিপিএমের নতুন রাজ্য কমিটি। বিমান বসু নিজে থেকেই সরে দাঁড়ালেন। পাশাপাশি সূর্যকান্ত মিশ্র, গৌতম ও রবীন দেবের মতো হেভিওয়েট নেতাদেরও ওজন কমল এবার। সোশ্যাল মিডিয়ায় ঝাঁঝালো মন্তব্য করা তরুণ বাম নেতা শতরূপ ঘোষকে জায়গা দেওয়া হল কমিটিতে। আর এই প্রথমবার বঙ্গ সিপিমের রাজ্য সম্পাদক হলেন কোনও সংখ্যালঘু নেতা। মহম্মদ সেলিমকে দেওয়া হল সেই দায়িত্ব।

বিস্তর ভাবনাচিন্তার পর বামেরা সদস্যদের বয়সের উপর সীমা বেঁধে দিয়েছে। এতদিন ধরে যেই বয়স ৮০ ছিল, তা এখন ৫ বছর কমে ৭৫-এ নামল। সিপিএমে এবার এটা একটা মাস্টার স্ট্রোক। সাদা চুল ওয়ালা নেতাদের বদলে এবার শাসক-বিরোধীদের একহাতে নেবেন তরুণ ব্রিগেড।

সিপিএমের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭২ বছরের বেশি কাউকেই আর রাজ্য কমিটিতে রকাহা যাবে না। পাশাপাশি ষাটোর্ধ্ব কোনও নেতাকে নতুন করে কমিটিতে সদস্য না করারও সিদ্ধান্ত লাগু রয়েছে। জেলা, এরিয়া আর জোনাল কমিটিতেও বয়সের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর