অনুব্রতর গড়ে সিপিএম থাবা, জোর ধাক্কা ঘাসফুল শিবিরে

বাংলা হান্ট ডেস্ক : গত বার লোকসভা নির্বাচনের পর থেকে আসতে আসতে বিরোধী দলের তালিকা থেকে বাদ গিয়েছে বামেদের নাম, রাজ্যে বিজেপি ক্রমশই আগ্রাসী মনোভাব নিয়ে তৃণমূলের অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠেছে গেরুয়া শিবির৷তাই তো মাত্র কয়েক বছরের মধ্যে বামেদের অস্তিত্ব রাজ্য থেকে একেবারে মুছে না গেলেও আস্তে আস্তে বিলুপ্তির পথে৷ তাই তো বিভিন্ন নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচনেও বামেদের মুখ থুবড়ে পড়ার খবর সকলেরই প্রকাশ্যে৷ তবে এবার কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় পেল বামেরা৷ তাই এ বার লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিল বামেরা৷CPIM 1

তাই বীরভূমে এ বার বামেরা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড়সড় জয় পেয়ে নজর কাড়ল রাজনৈতিক মহলের৷ আর এই জয়ের মধ্য দিয়ে বামেদের হারানো আত্মবিশ্বাস আর উদ্ধার হতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷ আর এ ভাবেই আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রস্তুতি নেওয়া শুরু করতে চলেছে বামেরা৷ অনুব্রত মণ্ডলের দুর্গ বীরভূমের রাজনগরের লাউয়ের কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী হলেও সেই আশায় কার্যত জল ঢেলে দিল বামেরা৷

তাই তো নটি আসনের মধ্যে পাঁচটি আসনে গ্রাম প্রার্থী জয়ী হয়ে নয়া নজির গড়ল বামেরা৷ তবে এ ভাবে ছোট জয়ের মধ্য দিয়েই বিন্দুতে সিন্ধু দেখছে অনেকেই৷ যদিও এই জয়ের পর বামফ্রন্ট জানাচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই সাধারণ মানুষ পরিস্থিতির বিচার বিবেচনা করে এই রায় দিয়েছে৷ যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

সম্পর্কিত খবর