ভারতের সাথে মাইন্ড গেম চালু অস্ট্রেলিয়ার! সেরাদের তালিকায় কোহলিকে বাদ দিয়ে স্থান বাবর আজমকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র ১ টা দিন, তারপরেই ইংল্যান্ডের ওভালে আয়োজিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত (India vs Australia)। এটি হবে ভারতের এই টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনাল। গতবার বিরাট কোহলির নেতৃত্বাধীন দল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে ফাইনালে হেরেছিল। এবার রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এই টুর্নামেন্টে মাঠে নামার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে ধেয়ে এলো আক্রমণ।

২০২১-২০২৩ সময়ব্যাপী যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে সেই প্রতিযোগিতার সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে একটি সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই একাদশে বাবর আজমকে স্থান দিলেও জায়গা হয়নি বিরাট কোহলির।

বিরাট কোহলি অবশ্য এই গোটা টুর্নামেন্ট জুড়ে খুব একটা ভালো ছন্দে ছিলেন এমনটা বলা যাবে না। একদম শেষ ফাঁকে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন। তাবাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭৯ রানের একটা ইনিংস ছিল তার এই সময়ের সেরা টেস্ট ইনিংস। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে জায়গা দেয়নি। কিন্তু বিরাট কোহলির কাছে সুযোগ রয়েছে ফাইনালের দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মুখের উপর জবাব দেওয়ার।

বিরাট কোহলিকে জায়গা না দিলেও তিনজন ভারতীয় ক্রিকেটারকে এই একাদশে জায়গা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া তিনজন ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়া থেকে দুজন রয়েছেন ইংল্যান্ড থেকে এবং একটি করে ক্রিকেটার রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা থেকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত সেরা টেস্ট একাদশ:
উসমান খাওয়াজা, দিমুথ করুনারত্নে, বাবর আজম, জো রুট, ট্র্যাভিস হেড, রবীন্দ্র জাদেজা, রিশভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স (অধিনায়ক), কাগিসো রাবাদা এবং জেমস অ্যান্ডারসন

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর