মধুচক্রের সাহায্যে ফিক্সিং করবার চেষ্টা, ভারতীয় ক্রিকেটাররা করলেন প্রত্যাখান

বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বেটিং চক্র বর্তমানে আই সি সি সহ অন্যান্য ক্রিকেট সংস্থার। কিছুদিন আগেই বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান বেটিং চক্রের সাথে যোগাযোগ হয়েছে না জানানোর জন্য দুই বছরের নির্বাসনের শাস্তির মুখে পড়েছে। আই পি এল এও এই বেটিং এর কারনে নির্বাসিত হয়েছিলেন ক্রিকেটাররা।
এবার এক বলিউড অভিনেত্রী তারকা দুই ভারতীয় ক্রিকেটারকে মধুচক্রের জালে জড়িয়ে স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং করবার চেষ্টা করছেন বলে অভিযোগ। কিছুদিন আগেই সেই অভিনেত্রী দুবাইতে তিনজন জুয়াড়ির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই জুয়াড়িরা সেই অভিনেত্রীকে দায়িত্ব দিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের মধুচক্রে জালে জড়ানোর। এর পর ক্রিকেটারদের সাথে তিনি যোগাযগ করলেও তারা তাতে সম্মতি দেননি বলেই জানা যাচ্ছে।
609468 600720 442860 cricket betting rna
তিন জুয়াড়ির মধ্যে একজন মধ্যপ্রদেশের জব্বলপুরের। অন্য দু-জন গুজরাটের বাসিন্দা।  কয়েকমাস ধরে  দুবাই থেকে রমরমিয়ে বেটিংয়ের কারবার চালাচ্ছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ। ভারতীয় তদন্তকারী অফিসারদের থেকে সুরক্ষিত থাকতেই দুবাইতে আছেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত,২০০০ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড  ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিনকে আজীবন নির্বাসিত করে।নিষেধাজ্ঞার কবলে পড়েন টিমের আরও বেশ কয়েকজন ক্রিকেটার।অজয় জাডেজা, মনোজ প্রভাকর, নয়ন মোঙ্গিয়াসহ আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটারের ওপর শাস্তি নেমে আসেদিল্লি-মুম্বাই-লন্ডনের ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেট বুকিরাই বিশ্ব ক্রিকেটে বড় বড় তারকাকে বারেবারে বিপদে ফেলেছেন। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছিলেন  ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুন রণতুঙ্গা৷রাজপুতনা প্রিমিয়র লিগ (আরপিএল) সহ অন্যান্য ঘরোয়া লিগগুলিও বেটিং কেলেঙ্কারি মুক্ত নয়।

 

সম্পর্কিত খবর