ক্রিকেট টেস্ট র‍্যাংকিং মগডালে ১ এভারত,সিড়ির নিচে পাকিস্তান

 

অমিত সরকার:  ” খেল খেল মে বদলে দুনিয়া” “কামন ইন্ডিয়া কামন”” সচিন সচিন”- ঠিকই শুনেছেন গ্যালারি থেকে এই শব্দগুলো যখন ভেসে আসে কর্ণকুহরে তখন কিন্তু ক্রিকেটের মজাই আলাদা। আর ক্রিকেটের ইন্ডিয়ার জনসাধারণ বিশ্বকে চমকে দেয়। শুধু বর্তমান টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট। জৌলুস হারিয়েছে টেস্ট ক্রিকেট। ভারতের টেস্ট ক্রিকেটের বাহার এখনো কমেনি। ভারতের রক্তে টেস্ট ক্রিকেট মিশে আছে। তা ক্রিকেট আবিষ্কারক দেশ ও অনেকটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। ভারত এক সময় ক্রিকেটের দুনিয়ায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য বারবার লড়াই করেছে।

স্লেজিংয়ের বিরুদ্ধে পাশ্চাত্য দেশগুলোর আক্রমনাত্মক মেজাজের বিরুদ্ধে। সেই ভারত এখন টেস্ট রেংকিং এ এক নাম্বারে। এখানেই শেষ নয় ভারতের প্রতিভাশালী ক্রিকেটার বেড়াচ্ছে ক্রিকেটজগতে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে টিম ইন্ডিয়া। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এক নম্বর দলের দাপট অব্যাহত। ৫ টেস্ট জিতে ২৪০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের এক নাম্বারে কোহলির দল। এর জন্য কিছু কৃতিত্ব যেতেই পারে রবি শাস্ত্রী ও কোহলির যুগলের এর উপরে। মজার ব্যাপার হল বাকি ৮ দলের মিলিত পয়েন্ট ২৩২।

সম্পর্কিত খবর