ভারতের হয়ে বিশ্বকাপ, IPL-এ দুর্ধর্ষ পার্ফমেন্স স্বত্বেও বর্তমানে ‘নেট বোলার” এই ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্কঃ 2008 সাল থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতাটি গোটা বিশ্বেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে। বছরের পর বছর ক্রিকেট ভক্তদের মধ্যে এক চরম উন্মাদনা সৃষ্টি করে আসছে। প্রতিবছর এই খেলার জনপ্রিয়তা যেন ধীরে ধীরে আরও বেড়েই চলেছে। প্রতিটি দলের অংশগ্রহণ, নিলাম এবং একাধিক বিশ্বসেরা খেলোয়াড়দের পারফরর্মেন্স এর মাধ্যমে আইপিএল এখন প্রতিটি মানুষের ঘরে ঘরে।

এবারের আইপিএল এক তুমুল উন্মাদনার সঙ্গে শুরু হতে চলেছে আগামী 26 শে মার্চ থেকে এবং এটি 29 শে মে ফাইনাল এর মাধ্যমে শেষ হবে বলে সূত্রের খবর। এবছর আইপিএল যে তার ফরম্যাট এবং অন্যান্য একাধিক কারণে গত বছরের তুলনায় ভিন্ন এবং আকর্ষণীয় হয়ে উঠেছে তা বলা যায়। যেমন এবছর আইপিএলে আটটার পরিবর্তে দশটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং এ বছর প্রায় সকল খেলোয়াড়কে নিলামে তোলা হয় বোর্ডের তরফ থেকে। এর ফলে নিলামের সময় থেকেই আইপিএল যে আরো উন্মাদনার সৃষ্টি করেছে তা অনস্বীকার্য।

নিলামের সময় সুরেশ রায়না, স্টিভ স্মিথ এর মতো খেলোয়াড়দের অবিক্রিত থেকে যাওয়া যেমন মানুষকে অবাক করেছে ঠিক তেমনিভাবে শ্রেয়াস আইয়ার থেকে শুরু করে প্রসিদ্ধ কৃষ্ণের মতো একাধিক প্লেয়ারের ফ্রাঞ্চাইজি দ্বারা চড়া দামে বিক্রি হওয়ার মাধ্যমে তাক লেগেছে সমস্ত ক্রিকেট ভক্তদের। বর্তমানে পাওয়া একটি খবরে আপনার চোখ কপালে উঠবে বাধ্য।

মোহিত শর্মা-কে আপনাদের মনে পরে? ঠিকই ধরেছেন 2015 সালে ভারতের ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য এবং একদা আইপিএলে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই প্লেয়ারটির বর্তমানে গুজরাট দলের হয়ে নেট বোলার হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। এবারের আইপিএল নিলামে অবিক্রিত থেকে যাওয়ার ফলে ভাগ্যের চাকা খোলেনি মোহিতের। এবং তার এমনই অবস্থা যে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী মোহিত বর্তমানে কোন টিমের সুযোগ না পেয়ে গুজরাটের হয়ে নেট বোলিং করতে বাধ্য হয়েছেন।

Mohit sharma,Dhoni,Chennai super kings,Gujrat titans,Ipl,Indian Premier League,India,India National Cricket Team,Cricketer,Bowler

চেন্নাই ছাড়াও তিনি পাঞ্জাব এবং মুম্বইয়ের হয়ে দুর্দান্ত বল করেন আইপিএলে। এছাড়াও ভারতীয় দলের হয়ে আত্মপ্রকাশ ঘটিয়ে তিনি 26 টি ওয়ানডে এবং 8 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন যেখানে যথাক্রমে তিনি 31 টি এবং 6 টি উইকেট লাভ করেন। সেই সময় সকলে মোহিত শর্মার যথেষ্ট নাম করেন ফলে বর্তমানে তার এই পরিস্থিতি দেখে হতবাক সকল দেশবাসী।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর