পড়ে আছে কিশোরের মুন্ডুহীন মৃতদেহ! মাথা কোলে নিয়ে বসে রইলেন মা, আতঙ্কিত এলাকাবাসী

বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে এখন উৎসবের মেজাজ। আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠেছেন গোটা দেশবাসী।  কিন্তু এরই মধ্যে দেশের নাবিভিন্ন প্রান্তে ঘটে চলেছে নানানা অপরাধমূলক (Crime) ঘটনা। সম্প্রতি তেমনই প্রকাশ্য রাস্তার ওপরেই  ঘটে গিয়েছে এক নির্মম হত্যাকান্ড (Crime)। যা দেখে রীতিমতো ভয়ে  হাঁটু কাঁপছে পথচারীদের। সবাই দেখছেন রাস্তার মধ্যেই পড়ে রয়েছে এক কিশোরের মুন্ডুহীন মৃতদেহ।

কিশোরের মুন্ডুহীন মৃতদেহ, প্রকাশ্যে নির্মম হত্যাকান্ড (Crime)

রাস্তার মধ্যেই একদিকে পড়ে রয়েছে কিশোরের কাটা মাথা আর একদিকে দিকে পরে আছে নিথর দেহ। চোখের সামনে এমন দৃশ্য দেখে রীতিমত গা শিউরে উঠেছে পথচারীদের। তরতাজা কিশোরের মৃত্যুতে শোকে বিহু্বল মা। রাস্তার মধ্যেই ছেলের কাটা মাথা কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও ছেলের কাটা মাথা নিয়েই একইভাবে রাস্তায় বসে রয়েছেন মা।

মা হয়ে চোখের সামনে ছেলের এমন নির্মম মৃত্যু দেখে শোকে পাথর হয়ে গিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হল কিভাবে এবং কারাই বা এমন নৃশংসভাবে হত্যা (Crime) করেছে ওই কিশোরকে? জানা যাচ্ছে দীর্ঘ দিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। আর এই জমি বিবাদকে কেন্দ্র করেই রেষারেষির জেরেই অকালে প্রাণ গেল এক নিরীহ কিশোরের।

প্রকাশ্য দিবালোকে তলোয়ার দিয়ে গলা কেটে হত্যা করা হলে ওই যুবককে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতিদের এমন নিশংস খুনের ঘটনা দেখে রীতিমতো ভয়ে হাটু কাঁপছিল পথচারীদের। জানা যাচ্ছে উত্তপ্রদেশের জৌনপুরের বাসিন্দা মৃত কিশোরের নাম অনুরাগ যাদব। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরের বাবা রামজিৎ যাদবের সঙ্গে অন্য একটি পরিবারেরজমি বিবাদ চলছিল  দীর্ঘ ৪০ বছর ধরে। সেই ঝামেলার জেরে এদিন এমন নির্মম পরিণতি হয় বছর সতেরোর অনুরাগের।

আরও পড়ুন : বিমানে ভুয়ো বোমাতঙ্কের খবর? তথ্য যাচাইয়ের জন্য নতুন কৌশল কেন্দ্রের

বুধবার দুই পরিবারের ঝামেলা-অশান্তি চরমে ওঠে। অভিযোগ, বুধবার দুপুরেই রাস্তা দিয়ে আসছিল ওই কিশোর। তখন রাস্তার মধ্যেই  এক দল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাকে তাড়া করে। প্রানপন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুষ্কৃতীদের হাতে ধরা পড়ে যায় ওই কিশোর।আর তখনই তরোয়াল দিয়ে অনুরাগের দেহ থেকে মাথা কেটে আলাদা করে ফেলা হয়।প্রকাশ্য দিবালোকে এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন পথচারীরা।
Crime2
এরপরেই  ঘটনাস্থলে বিৰাট পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ততক্ষণে ঘটনাস্থলে চলে আসেন অনুরাগের পরিবার-ও।অনুরাগের মা এসে দেখেন রাস্তার মধ্যেই ছেলের  দেহ একদিকে  আর  মাথা একদিকে। তখন তিনি ছেলের কাটা মাথা কোলে নিয়েই রাস্তার মধ্যে ঠায় বসে পড়েন। আসলে ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর