৩৮ বছর বয়সেও ডিফেন্ডারদের মাটি ধরাচ্ছেন রোনাল্ডো! ১ ম্যাচে দুটি বিশ্বরেকর্ড গড়লেন CR7

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তার বয়স হয়ে গিয়েছে। এখন আর আগের মতো বিপজ্জনক নন। বিপক্ষরা আর তাকে দেখে হয়তো দুশ্চিন্তা শুরু করে না। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আরও একবার প্রমাণ করলেন যে ফুরিয়ে যাওয়ার আগে এখনো মাঝে মাঝে নিজের পুরনো দক্ষতার ঝলক দেখাতে থাকবেন তিনি। কাল তার দুর্দান্ত গোলেই ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেলো সৌদি আরবের ক্লাব আল নাসের (Al Nassr)।

গতকাল তার দল প্রথমার্থে ২-০ ফলে পিছিয়ে পড়েছিল। এরপর অ্যান্ডারসন টেলেস্কা ও গরিবের গোলে সমতায় ফেরে তারা। কিন্তু এগিয়ে যাওয়ার উপায় খুঁজে পাচ্ছিলেন না তারা। দ্বিতীয় অধ্যায়ের ৫৯ মিনিটে লুইস গুস্তাভোর পাস যখন রোনাল্ডোর পায়ে পৌঁছায়, তখন সিআরসেভেনের সামনে দুই ডিফেন্ডার।

প্রথম জনকে কাঁধের ধাক্কায় ছিটকে দিলেন তিনি। দ্বিতীয় জনকে বোকা বানালেন চতুর মুভমেন্টে। তৃতীয় জন ট্যাকেলে আসার আগেই ডান পায়ে হালকা কার্লার রাখলেন দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে। গোলরক্ষক কে পরাস্ত করে বল জড়িয়ে গেল জালে এবং আল-নাসেরের কামব্যাক সম্পূর্ণ হল।

ronaldo dp

এই নিয়ে টানা ১৭ বছর ধরে ক্লাবের হয়ে লিগ পর্যায়ে অন্তত ১৫ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। ২০২৩ সালে সর্বোচ্চ গোল এখনো অবধি তার নামের পাশেই রয়েছে। এটি ছিল নিজের পেশাদার কেরিয়ারে তার ৮৩৭ তম গোল। এর মধ্যে ২৬৮ টি গোল ম্যাচ উইনিং গোল। বিশ্বের আর কোনও ফুটবলারের নামের পাশে এত ম্যাচ জেতানো গোল নেই।

কাল নিজের কেরিয়ারে ১৮০ তম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন সিআরসেভেন। এর আগে কোনও ফুটবলার এমন কীর্তি করে দেখাতে পারেননি। তবে এসব সত্ত্বেও এখনো লিগ লিডারদের ৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে তার দল। বাকি রয়েছে আর মাত্র দুটি লিগের ম্যাচ। কোনও অঘটন না ঘটলে এই বছরও রোনাল্ডো কোনও ট্রফি জিততে পারবেন না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর