বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি IPL ২০২৫-এ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দীর্ঘ ১৭ বছর পর তাদের প্রথম শিরোপা জিতেছে। চ্যাম্পিয়ন হওয়ার পরেই দলের কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। এমনকি, তাঁর চোখে আনন্দাশ্রুও দেখা যায়। এবার ঠিক সেই রকমই এক দৃশ্য দেখা গেল ফুটবল ম্যাচেও। যেখানে চ্যাম্পিয়ন হওয়ার পর কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo-Virat Kohli) অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। ওই সময় তিনি রীতিমতো বিরাট কোহলির অনুকরণ শুরু করেন। ফাইনাল জয়ের পর বিরাট কোহলি যেমন মাঠে হাঁটু গেড়ে মাথা নিচু করেছিলেন, ঠিক তেমনি যখন রোনাল্ডোর দল পর্তুগাল নেশনস লিগের শিরোপা জিতেছিল তিনিও সেইরকমটা করেন।
শিরোপা জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন রোনাল্ডো: জানিয়ে রাখি যে, নেশনস লিগের ফাইনালে পর্তুগাল পেনাল্টি শুট-আউটে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে। ইনজুরির কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo-Virat Kohli) পেনাল্টি শুট-আউটে অংশগ্রহণ করতে পারেননি। পেনাল্টি শুট-আউটের সময়ে, পর্তুগাল যখন পেনাল্টিকে গোলে রূপান্তরিত করে এবং দ্বিতীয়বারের মতো নেশনস লিগের শিরোপা জিতে, তখন রোনাল্ডো আবেগপ্রবণ হয়ে পড়েন এবং হাঁটু গেড়ে বসে মাথাটি নিচে নামিয়ে নেন। তাঁর চোখেও আনন্দাশ্রু পরিলক্ষিত হয়। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেটিতে সমগ্র বিষয়টি উপস্থাপিত হয়েছে।
আবেগপ্রবণ হয়ে পড়েন বিরাট: এর আগে গত ৩ জুন, IPL ২০২৫ শিরোপা জয়ের পর RCB-র তারকা খেলোয়াড় বিরাট কোহলি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। ফাইনালে বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে ৬ রানে হারানোর সাথে সাথেই বিরাট মাঠে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কাঁদতে থাকেন। এবার শিরোপা জয়ের পর রোনাল্ডোও (Cristiano Ronaldo-Virat Kohli) ঠিক একই কাজ করেছেন।
I’m crying man no one gaf abt Ronaldo https://t.co/dwl3laDgAd pic.twitter.com/n2dWHNYVbO
— sazzy (@sazzyLM8) June 8, 2025
ফাইনাল ম্যাচে দুর্দান্ত গোল করেছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, স্পেনের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে রোনাল্ডো দুর্দান্ত গোল করে ম্যাচটি সমতায় ফেরান। এরপর পেনাল্টি শুট-আউটের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। শিরোপা জয়ের পর দলের কোচ এবং খেলোয়াড়রা রোনাল্ডোকে (Cristiano Ronaldo-Virat Kohli) অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: “নমস্কার, আমি….”, প্রথম ভারতীয় হিসেবে ISS-এ সফরের আগে মনের কথা জানালেন শুভাংশু শুক্লা
এই প্রসঙ্গে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন যে, “ম্যাচ চলাকালীন স্পেন আমাদের চেয়ে দু’বার এগিয়ে ছিল। কিন্তু, রোনাল্ডো (Cristiano Ronaldo-Virat Kohli) তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন।” এদিকে, সতীর্থ নুনো মেন্ডেস বলেন যে, “রোনাল্ডো সবকিছুর যোগ্য। তিনি মাঠের ভেতরে এবং বাইরে আমাদের সাহায্য করে চলেছেন। তিনি আমাদের আদর্শ।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: