রোনাল্ডোতে মোহভঙ্গ আল নাসেরের! ফের ইউরোপে ফিরতে পারেন পর্তুগিজ তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ (Qatar World Cup 2022) চলাকালীনই পারস্পারিক সমঝোতার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সম্পর্ক শেষ হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার সময়েই ক্লাবের পরিকাঠামো, তার সন্তানের অসুস্থতার সময় তার ছুটি নেওয়া নিয়ে অবিশ্বাস, ম্যানেজারের তার প্রতি করা অসহযোগী আচরণ ইত্যাদি নিয়ে মুখ খুলেছিলেন সিআরসেভেন। এরপর রেড ডেভিলসদের পক্ষে আর রোনাল্ডোকে বহন করা সম্ভব ছিল না।

কাতার বিশ্বকাপে রোনাল্ডোর সময়টা একেবারেই ভালো যায়নি। তার দল ছিটকে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। গোটা বিশ্বকাপে পেনাল্টি থেকে একটি মাত্র গোল করতে পেরেছিলেন ক্রিশ্চিয়ানো। পর্তুগালের শেষ দুই ম্যাচে তাকে বেঞ্চ করেছিলেন তৎকালীন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। সেই নিয়েও তাকে সমালোচনার শিকার হতে হয়েছিল।

এরপর ইউরোপে নিজের কেরিয়ারের ইতি টেনে এশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন সিআরসেভেন। সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল নাসেরের সঙ্গে বিশাল অংকের আইনের বিনিময়ে দু বছরের জন্য যুক্ত হয়েছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু এখানেও তার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাঝে মেসি-নেইমার সমৃদ্ধ পিএসজির বিরুদ্ধে আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলকে নেতৃত্ব দিয়ে এবং নিজে জোড়া গোল করেও প্রদর্শনী ম্যাচে দলকে জেতাতে পারেননি।

ronaldo yellow al nassr

তারপর নিজের প্রথম অফিসিয়াল অভিষেক ম্যাচে জয় পেলেও এবং নিজে ভালো ফুটবল খেললেও গোল পাননি সিআরসেভেন। তার ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচটি ছিল সৌদি আরব সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ। সেখানে তার দল আল নাসেরকে, আল ইত্তিহাদের কাছে ৩-১ ফলে হারতে হয়েছে এবং রোনাল্ডো নিজের দ্বিতীয় ম্যাচেও গোলের দেখা পাননি।

এরপর তার বর্তমান কোচ রুডি গার্সিয়া জানিয়েছিলেন যে এই ম্যাচের প্রথমার্ধে রোনাল্ডো একটি দুর্দান্ত হেডারে গোল করার সুযোগ পেয়েছিলেন যেটি থেকে তিনি গোল করতে পারেননি, কিন্তু তিনি গোল করতে পারলে ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারতো। তারপর গার্সিয়া আবার বলেছেন, “রোনাল্ডো বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন। তিনি সৌদি আরবে নিজের কেরিয়ার শেষ করবেন না তিনি আবার ইউরোপে ফিরবেন।” যদিও রোনাল্ডো নিজে কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন যে ইউরোপে তার কাজ শেষ হয়ে গিয়েছে। তারপরে তার কোচের এ যেন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি সিআরসেভেনকে ছেড়ে দিতে চলেছে আল নাসের? আপাতত সেই উত্তর ভবিষ্যতের গর্ভে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর