ক্রোয়েশিয়ার হিমশীতল মানসিকতার কাছে হার মানলো ব্রাজিল! আবারও সেমিতে মদ্রিচরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার সেমিফাইনালে ক্রোয়েশিয়া। শক্তিশালী ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে আবারও নিজেদের যোগ্যতার প্রমাণ দিলো লুকা মদ্রিচের দল। গোটা ম্যাচে ব্রাজিল দাপিয়ে খেলেও ক্রোয়েশিয়ার হিমশীতল মানসিকতার কাছে হার মানতে বাধ্য হলো।

ক্রোয়েশিয়ার পরিকল্পনা প্রতিবারের মতো এবারও একই রকম ছিল। ডিফেন্সকে জমাট রেখে বিপক্ষকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে না দেওয়া। প্রথমার্ধে ব্রাজিলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছিল তারা। প্রথমার্ধে দুই দলই সমান সুযোগ পেয়েছিল গোল করার। কিন্তু কোনও দলই সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে লড়াইটা হয়ে যায় ক্রোয়েশিয়ার গোলকিপার ও রক্ষণ বনাম গোটা ব্রাজিল দলের। একাধিকবার ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচের পরীক্ষা নেয় নেইমার, ভিনিসিয়াস, রিচার্লিসনরা। কিন্তু প্রত্যেকবার ক্রোয়েশিয়ার গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ করে ব্রাজিলকে আটকে দেন। পরিবর্ত হিসাবে অ্যান্টনী, রদ্রিগোকে মাঠে নামিয়েও কোনও সুবিধা হয়নি ব্রাজিলের। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে প্রথমার্ধে দুরন্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। জাতীয় দলের হয়ে এটি ছিল তার ৭৭ তম গোল। কিংবদন্তি পেলের ব্রাজিলের হয়ে করা আন্তর্জাতিক গোল সংখ্যাকে ছুঁয়ে ফেললেন তিনি। দলের প্রয়োজনে গোটা ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করার পরও সঠিক সময়ে যখন সকলে মনে করছেন যে তিনি ম্যাচ জিতিয়ে দিয়েছেন তখনই অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ধাক্কা। পরিবর্ত হিসাবে নামা অর্সিচের পাস থেকে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান পরিবর্ত হিসাবেই নামা পেটকোভিচ।

এরপর খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে ব্রাজিলের হয়ে রদ্রিগোর নেওয়া প্রথম কিকটি বাঁচিয়ে দেন লিভাকোভিচ। এরপর ক্রোয়েশিয়া নিজেদের ৪টি কিক থেকেই গোল করে। কিন্তু ব্রাজিলের হয়ে চতুর্থ পেনাল্টি কিকটি মিস করেন ডিফেন্ডার মার্কুইনস। ফলে বিদায় ঘটে যায় ব্রাজিলের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর