জম্মু কাশ্মীরে CRPF ব্যাটালিয়নে বিদ্যুতের বিল এল ১.৫ কোটি টাকা, দেখে চক্ষু চড়কগাছ জওয়ানদের

Bangla Hunt Desk: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সীমান্ত এলাকায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকা এবং দেশবাসীদের রক্ষা করে চলেছে জওয়ানরা। শত্রুপক্ষের দিক থেকে আগত হামলার জন্য সর্বদাই তারা প্রস্তুত থাকে। কিন্তু এই আচমকা বিদ্যুৎ ঝটকার জন্য কোনভাবেই প্রস্তুত ছিল না বদগাম জেলার মোতয়েন থাকা CRPF (Central Reserve Police Force)-এর ১৮১ নম্বর ব্যাটালিয়ান।

বিদ্যুৎ বিভ্রাট
বিগত কয়েকদিন ধরে কলকাতায় CESE-এর ভুয়ো বিলের ঝোক্কি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। লকডাউনের মধ্যে পাহাড় সমান বিদ্যুতের বিল (electricity bill) দেখে আতকে উঠেছিলেন অনেকেই। সাময়িকভাবে সাধারণ মানুষ এই সমস্যা থেকে রেহাই পেলেও, এবার এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে খোদ সীমান্ত এলাকায়।

IMG 20200823 WA0060 0 x960

CRPF-এর বিদ্যুতের বিল
জম্মু কাশ্মীরে CRPF-এর ১৮১ নম্বর ব্যাটালিয়ানের বিদ্যুৎ-এর বিল এল দেড় কোটি টাকা। জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ দপ্তর (PDD) জুলাই মাসের CRPF-এর ১৮১ নম্বর ব্যাটালিয়ানের বিদ্যুৎ-এর বিল পাঠিয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৫৯ হাজার ৮৯৭ টাকা। প্রথমটায় চোখের ভুল বলে মনে হলেও, পর মুহুর্তেই ভ্রম সংশোধন হয়ে যায়। বিলে পরিষ্কার ইংরেজি অক্ষরেই লেখা রয়েছে এই বিরাট অঙ্কের বিদ্যুতের বিল।

630724 soldiers 660x400 1

কিভাবে এল এত বিল?
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে এই বিল মিটিয়ে দিচ্ছে বলে শোনা গেলেও, কিভাবে এক ব্যাটালিয়ানে এত টাকার বিদ্যুতের বিল আসতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আশ্চর্যের বিষয়, বিলে লেখা আছে এই ব্যাটালিয়ান ৫০ কিলো ওয়াট বিদ্যুৎ খরচ করেছে, যার মূল্য দেড় হাজার টাকা। কিন্তু এই দেড় কোটি টাকার বিলের হিসাব কিছুতেই মেলাতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে আবার বিল জমা দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে ২৭ শে আগস্ট।

কি বলল বিদ্যুৎ দপ্তর?
CESE-এর ADG জুলফিকর হাসান জানিয়েছেন, ‘এই ধরনের বিল আসা কখনই সম্ভব নয়। নিশ্চয়ই কোথাও কোন যান্ত্রিক সমস্যা হয়েছে। সপ্তাহান্তের ছুটি থাকায় বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগও করতে পারিনি আমরা’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর