কাটমানি ইস্যু দিলীপ ঘোষের নামে FIR,পাল্টা মমতা নামে ভিন রাজ্যে FIR করতে পারে বিজেপি

বাংলাহান্ট ঃকাটমানি দিয়ে সরফ হতে গিয়ে তৃণমূলের রোষের মুখে বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। গতকাল তিনি একটি জনসভায় বলেন যারা কাটমানি নিয়েছে তারা কলকাতার উদ্দেশ্যে যাওয়ার আগে বাস থেকে নামিয়ে কাটমানি ফেরত দিয়ে, তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা হবে।

এরপর তৃণমূল নেতৃত্ব পক্ষ থেকে ববি হাকিম তীব্র প্রতিবাদ জানায় এবং গতকাল সন্ধ্যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হেয়ার স্টেট থানায় লিখিত অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। কারণ দিলীপ ঘোষ যে মন্তব্য করেছে তার দল দলের কাছে অত্যন্ত মনে হচ্ছে। তাই এবার তারা আইনের পথে গেল বলে মনে করছে রাজনৈতিক।

এদিকে বিজেপির নেতা সায়ন্তন বসু জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে কুরুচিকর এবং প্রচ্ছন্ন হুমকি দেন তাতে তারা রাজ্যের নয় রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শেয়ার করবেন এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এ জল কোথায় গিয়ে গড়ায় সূত্র জানাচ্ছে

আজ একুশে জুলাই তৃণমূলের শহীদ সবাই যদি বিজেপির বিরুদ্ধে কোন হুমকি মূলক কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের একাধিক মন্ত্রী তাহলে তারা একাধিক জায়গায় অভিযোগ করবে বলে জানা যাচ্ছে বিজেপি মূলত রাজ্যের বাইরে অভিযোগ করতে পারে বলে সূত্রে জানা যাচ্ছে

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর