কাটমানি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ,আহত ১ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ কাটমানির ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমে পাঁড়ুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙ্গা গ্রাম। অভিযোগ,তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা বিজেপির এক কর্মীকে চরম মারধর করে। আহত অবস্থায় তাকে প্রথমে বোলপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়,বেশকিছুদিন আগে গ্রামের বিজেপি কর্মীরা ইন্টারনেটে দেখতে পান,গ্রামের কয়েকজন গরিব মানুষের বাড়ি তৈরীর টাকা এসেছে। কিন্তু সেই বাড়ির টাকা এলেও তারা এখনো পাননি। তাদের অভিযোগ,“এই টাকা আত্মসাত করেছে তৃণমূল।”

IMG 20190911 141655

এই ঘটনায় আহত ব্যক্তি মহঃ আলি জানান, “আমি বিজেপি কর্মী। বাড়ির টাকা আত্মসাতের প্রতিবাদ করেছিলাম। সেই কারণেই গতকাল সন্ধ্যা ৬:৩০ মিনিটে যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছিলাম তখন বাসস্ট্যান্ডের কাছে গোটা ত্রিশের তৃনমূল আশ্রিত একটি দুস্কৃতিকারী দল আমার উপর হামলা চালায়।”

যদিও গোটা ঘটনাটি অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব। ওনারা বলেন,‘এই ঘটনার সঙ্গে তৃনমূলের কোন যোগ নেই। ওই ঘটনাটি যারা ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ নয়।’

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর