আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘হিকা’,কদিন পরেই দুর্গাপুজো, পুজোতে কতটা প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড়?

বাংলাহান্ট ডেস্ক: এবার হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপর বাগানের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যেই মধ্যে জোরকদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তবে বড় বড় প্যান্ডেল গুলির কাজ অনেকটাই বাকি। তবে এবারের বৃষ্টির হাল নিয়ে বেশ খানিকটা চিন্তিত পুজো উদ্যোক্তারা। কলকাতায় আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি বললেই চলে। কয়েকদিন ধরে দুপুরের দিকে ভালো বৃষ্টি হচ্ছে। কিন্তু পুজোর সময় ঠিকই অবস্থা দাঁড়াবে?

   

আবহাওয়া দফতর জানিয়েছে আরব সাগরে তৈরি হয়েছে এক ঘূর্ণিঝড় ‘হিকা’। বুধবার সকালে ঘূর্ণিঝড়টি ওমান উপকূলে আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার কোন সম্ভাবনা নেই। ফলে খুব বেশি বৃষ্টি হবে না কলকাতায়। তবে আগামী ৪৮ ঘন্টা এই ঘূর্ণিঝড়ের জেরেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি হতে পারে। এ ভারী বৃষ্টি প্রভাব ফেলতে পারে পূজো মন্ডপ গুলিতে। তবে সবকিছুর পরেও প্রচুর সময় ঠিক কী অবস্থা হবে তা এখনো বেশ দুশ্চিন্তার বিষয়।

সম্পর্কিত খবর