ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! তাণ্ডব চালাবে এই রাজ্যগুলিতে, তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী

বাংলাহান্ট ডেস্ক : তেড়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস (Cyclone Mandas)! বিপর্যয় মোকাবিলা করতে তামিলনাড়ু ও পুদুচেরীতে প্রস্তুত নৌসেনা-এনডিআরএফ। উদ্ধারকাজে ঝাঁপানোর জন্য প্রস্তুত জাহাজ ও বিমান। আজ বৃহস্পতিবার তা পৌঁছতে পারে তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে। তেমনই সম্ভাবনা রয়েছে। এরপর সেটি পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে।

যে কারণে ভারতীয় মৌসম ভবন বৃহস্পতিবারের জন্য তামিলনাড়ুর ১৩ জেলায় ও শুক্রবারের জন্য ১২ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের মান্দাস নামটি বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ৮ তারিখ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেংগালপাত্তু, ভিল্লুপুরম, কাল্লাকুরিচি, কুড্ডালোর, আরিয়ালুর, পেরামবালুর, মায়িলাদুথুরাই, তাঞ্জাভুর, তিরুভারুর ও নাগাপট্টিনামে। আগামীকাল ৯ তারিখ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তিরুভাল্লুর, চেন্নাই, কাঞ্চিপুরম, চেংগালপাত্তু, ভিল্লুপুরম, তিরুভান্নামালাই, রানিপেট, ভেল্লোর, তিরুপাত্তুর, কৃষাণগিরি, ধর্মপুরী ও সালেমে। অবস্থা সামাল দিতে প্রায় ৫০০০ শিবির খোলা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মান্দাস অন্ধ্র প্রদেশ-তামিলনাড়ুর উপকূলে পৌঁছনোর পর তা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু-পুদুচেরী হয়ে অন্ধ্র প্রদেশের দক্ষিণে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। ভারী বৃষ্টির সম্ভাবনায় ইতিমধ্যেই তামিলনাড়ির ১৫টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় মঙ্গলবার ক্যাবিনেট সচিব রাজীব গৌবা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে যোগ দিয়েছিলেন অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুর মুখ্যসচিব ও পুদুচেরীর বিভিন্ন প্রশাসনিক বিভাগের শীর্ষ আধিকারিকেরা। ঘূর্ণিঝড় মোকাবিলায় স্থানীয় বাসিন্দারা কী কী প্রস্তুতি নিয়েছেন, সে সম্পর্কে জানানো হয়। আগামী কয়েকদিনে মৎসজীবীদের সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ, এসডিআরএফ, উপকূলরক্ষী বাহিনীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর