ক্রমশই গর্জন করে এগিয়ে আসছে সাইক্লোন পবন, কোথায় কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে,,,জানুন

বাংলা হান্ট ডেস্ক : নভেম্বরেই পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। সুন্দরবন, দিঘা, মন্দারমনি সহ বসিরহাট এবং বিস্তীর্ণ এলাকা গুলিতে বুলবুলের দপট দেখা গিয়েছিল। আর তাতেই ওলটপালট হয়েছে স্বাভাবিক পরিস্থিতি। তাই বুলবুলের দাপট সড়ে গেলে ঠান্ডার আমেজ দেখা গিয়েছিল।কিন্তু আবারও পশ্চিমি ঝঞ্জায় আটকে গিয়ে কার্যত শীত অধরাই রয়েছে বঙ্গে। এই সপ্তাহে তো ঠান্ডার আমেজের সম্ভাবনা নেই। তবে এরই মাঝে আবারও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের খবর।

যদিও আমাদের রাজ্যে তেমন বিশেষ প্রভাব পড়বে কি না সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আফ্রিকার সোমালিয়াতে বিধ্বংসী রূপ নেবে এই সাইক্লোন পবন। তাইতো আরব সাগরের তীরে গুজরাতে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে তোলপাড় হতে পারে রাজ্য। এমনকি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনাও রয়েছে।Pawan Aqua Friday

আর কয়েক দিনের মধ্যেই ভারতের পশ্চিম উপকূলে ভয়ঙ্কর সাইক্লোন পবনের তাণ্ডব দেখানোর সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকে তড়িঘড়ি প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মত্স্যজীবিদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই উপকূল বর্তী অঞ্চলে আপাতত শীত পড়ার সম্ভবনা নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গে জম্মু ও কাশ্মীরের ওপর  পশ্চিমি ঝঞ্ঝার জনয শীত ঢুকতে বাধা পাচ্ছে।

তাই পশ্চিমি ঝঞ্ঝার জন্য উত্তরের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে এখনও বেশ কদিন পশ্চিমি ঝঞ্ঝা অব্যাহত থাকবে তা বলাই যায়। তাই সোমবারের তুলনায় মঙ্গলবার পারদ একটু নামলেও এই সপ্তাহে আবহাওয়ার
উন্নতির সম্ভাবনা নেই বললেই চলে।

সম্পর্কিত খবর