মোদী ক্ষমতায় আসতেই দাম বাড়ল গ্যাসের,মধ্যবিত্তদের মাথায় হাত

বাংলা হান্ট ডেস্ক: দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতা লাভ করল মোদি সরকার। কেন্দ্র সরকারের দ্বিতীয় দিনে এক লাফে গ্যাসের দাম বাড়লো অনেকটা। ভর্তুকি হীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৫ টাকা।

শুক্রবার মধ্যরাত থেকে নয়া দাম কার্যকর হয়ে গিয়েছে গোটা দেশে। গোটা বাংলা জুড়ে ভর্তুকি হেন রান্নার গ্যাসের নতুন দাম ৭৬৩ টাকা ৫০ পয়সা।
1d025 images 8
এছাড়াও ভর্তুকি যুক্ত গ্যাসের দাম বেড়েছে। এ মাস থেকে এলপিজি ভর্তুকি প্রাপ্ত গ্রাহকরা ২৬২ টাকা ৯৮ পয়সা একাউন্টে পেয়ে যাবেন।

ভোটের আগে থেকেই গত কয়েক মাসে ধাপে ধাপে বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। সেই গ্যাসের দাম বাড়তে বাড়তে চলে যাচ্ছে মধ্যবিত্তদের ক্ষমতার বাইরে।এর ফলে বেড়ে গিয়েছিল মধ্যবিত্তদের অস্বস্তি। রান্নার গ্যাসের দাম কমে গিয়েছিল। এবার এক লাফে আরো অনেকটা বেড়ে গেল গ্যাসের দাম কার্যত এই চিন্তায় পড়েছে মধ্যবিত্তর।

সম্পর্কিত খবর