বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে সোমবার দাদরা ও নগর হাভেলির নির্দলীয় সাংসদ মোহন ভাই সাঞ্জিভাই ডেলকর মৃতদেহ পাওয়া গিয়েছে।
https://twitter.com/ANI/status/1363792316398452736
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওনার দেহ মুম্বাইয়ের একটি হোটেলে পাওয়া গিয়েছে। আশঙ্কা জাহির করা হচ্ছে যে, তিনি আত্মহত্যা করেছেন। সাংসদের দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।