চালু হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো, উদ্বোধনে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী

শেষবার মোদী মমতাকে এক ফ্রেমে দেখা গেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। যদিও সেই সময় যে শ্লোগান বিতর্ক শুরু হয়েছিল তা বৃদ্ধি করেছিল রাজনৈতিক উত্তেজনা। এখন আবারও মোদী মমতাকে একই ফেমে দেখতে পাওয়ার খবর সামনে আসছে। আসলে ২২ সে ফেব্রুয়ারি রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

   

নোয়াপাড়া দক্ষিনেশ্বর (Dakshineswar) রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরেই। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়ে এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল। নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরে মধ্যে দুরত্ব প্রায় ৪ কিমি। এই লাইনে মেট্রোর কাজ একেবারে সম্পূর্ণ, একেবারে দক্ষিনেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মেট্রো স্টেশন।

Dakshineswar,দক্ষিণেশ্বর

রুটে মেট্রো লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ট্রায়াল রানও হয়েছে। এখন এই রুটে মেট্রো চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আধিকারিকরা। প্রধানমন্ত্রী রাজ্যে এসে এই পরিষেবার উদ্বোধন করবেন। ওইদিন প্রধানমন্ত্রী হুগলীর ডানলপ ময়দানে তিনি একটি সভা করবেন বলে জানা গিয়েছে।

লক্ষণীয়, দক্ষিণেশ্বরের মেট্রো চালু হলে ওই রুটে যোগাযোগের মান বাড়বে। একই সাথে দুই কালী ক্ষেত্র (কালীঘাট ও দক্ষিনেশ্বর) কলকাতা মেট্রোর মধ্যে দিয়ে জুড়ে যাবে। যা বাঙালিদের জন্য নিঃসন্দেহে একটা বড়ো বিষয়।

সম্পর্কিত খবর