‘দুয়ারে দামোদর’ প্রচুর জল ছাড়ল ব্যারেজ, হুগলী হাওড়ার বহু এলাকা ডোবার আশঙ্কা

বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন বাংলার (west bengal) একাধিক এলাকা। জলযন্ত্রণা কাটিয়ে ওঠার আগেই, আরও এক দুঃসংবাদে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা তৈরি হয়েছে বঙ্গবাসীর। এই অতিরিক্ত বৃষ্টির জেরে এবার জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে দামোদর ব্যারেজ।

নাগাড়ে বৃষ্টির জেরে জলের পরিমাণ বেড়েছে দামোদর, অজয় নদে। যার ফলে অন্ডাল, ইলামবাজার, দুর্গাপুর, পান্ডবেশ্বর, মেজিয়া ও পুরুলিয়ার বেশকিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। দুর্গাপুরের ৪, ৮, ১৩, ৩৪ ও ৪৩ নম্বর ওয়ার্ডবাসী ইতিমধ্যেই জলযন্ত্রণার শিকার হয়েছেন।

348343 4

পাশাপাশি পান্ডবেশ্বর, অন্ডাল থানা এলাকা, অন্ডাল রেল ব্রিজ সাবওয়েও জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির জেরে পুরুলিয়ার মানুষজন একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছে। অন্যদিকে শহর কলকাতারও একাধিক একালা জলমগ্ন হয়ে পড়েছে, চলছে জল নিষ্কাশনের কাজ।

348335 site 1

টানা বৃষ্টির জেরে জল বাড়ছে অজয় নদীতে। জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে বিপদসীমা ছুঁয়ে ফেলে দামোদর ও তার উপনদী গাইঘাটা জোড়। যার ফলে ভোর তিনটে নাগাদ এই দুই নদীর জল উপছে পড়ে প্লাবিত হয়ে পড়ে মেজিয়া ব্লকের তারাপুর, ইন্দাড়া, বেলবরিয়া, চরমানা, রেল কলোনি, রামচন্দ্রপুর সহ বিভিন্ন গ্রাম। তারাপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে গাইঘাটা জোড়ের জল সেতুর উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে, বন্ধ রয়েছে যানচলাচল।

348346 1

এসবের মধ্যে জানা গিয়েছে, দুর্গাপুরে দামোদর ব্যারেজ থেকে বর্তমানে ১ লাখ ৮৬ হাজার কিউসেক জল ছাড়া হলেও, পরবর্তীতে এই পরিমাণ আরও বাড়ানো হবে। সেচ দফতরের আধিকারিকদের থেকে পাওয়া এই খবরের জেরে আতঙ্কের রয়েছেন খানাকুল, উদয়নারায়ণপুর, আমতার মতো নীচু এলাকার মানুষজন। উৎসবের মরশুমে বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর