টিকটকের নেশায় চলন্ত ট্রেনের চাকার তলায় যুবক! ভিডিও শেয়ার করে সতর্ক করলেন রেলমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক: এই সময়ে সোশ্যাল মিডিয়া একটি ভয়ানক মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে টিকটক অ্যাপটির বাড়বাড়ন্ত আলাদা করে চোখে পড়ছে। প্রায়শই প্রচুর মানুষকে দেখা যায় রাস্তাঘাটে টিকটক ভিডিও করতে। এই অ্যাপের হাতছানি থেকে পার পাননি তারকারাও। নেচে, গেয়ে নানা ধরনের অভিনয় করে টিকটক ভিডিও করতে দেখা যায় অনেককেই। তবে এই ভিডিও করতে গিয়েও অনেকে পড়েছেন বিপদের মুখে। অনেকেরঅ জীবনহানির মতো ঘটনাও ঘটেছে। এই বিপদের বাড়বাড়ন্তের জন্য মাঝে একবার ব্যানও করে দেওয়া হয়েছিল এই অ্যাপটি। তারপর ফের স্বমহিমায় ফিরে আসে টিকটক। বাড়তে থাকে দুর্ঘটনাও। বারংবার বারন করা, সতর্ক করা সত্ত্বেও কথা কানে তোলেননি অনেকেই। যার ফলে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে নানা দুর্ঘটনার খবর।

সম্প্রতি এমনই আরেকটি দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, এক যুবক টিকটক ভিডিও করতে গিয়ে চলন্ত ট্রেনের তলায় ঢুকে গিয়েছেন প্রায়। ওই যুবক বারবার চলন্ত ট্রেন থেকে বারবার ওঠানামা করে টিকটক ভিডিও করছিলেন। হঠাৎ ঘটে যায় বিপত্তি। টাল সামলাতে না পেরে চলন্ত ট্রেনের প্রায় চাকার তলায় ঢুকে যান তিনি। হইহই রব পড়ে যায় ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে সৌভাগ্যবশত বেঁচে গিয়েছেন ওই যুবক।

https://twitter.com/PiyushGoyalOffc/status/1229656389695369217?s=19

এই পুরো ঘটনাটা ক্যামেরাবন্দি করেছেন ট্রেনের অপর এক যাত্রী। তিনিই আসলে অন্য এক কামরা থেকে এই টিকটক ভিডিওটি শুট করছিলেন। ওই যুবককে জীবিত দেখে হাঁপ ছেড়ে বাঁচেন সকলে।

৮৯৯৯০৯০০

রেলমন্ত্রী পীযুশ গোয়েল এই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। সতর্কবার্তা দিয়ে তিনি লিখেছেন, “চলন্ত ট্রেনে স্টান্ট দেখানো কোনও বাহাদুরি নয়, মূর্খতার পরিচয়। আপনার জীবন অমূল্য, একে বিপদে ফেলবেন না। নিয়ম পালন করুন ও সুরক্ষিত যাত্রার আনন্দ নিন।”


Niranjana Nag

সম্পর্কিত খবর