জয় শ্রী রাম বলে ভিডিও প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কুকীর্তি ফাঁস করলেন দানিশ কনেরিয়া।

এখন আর তিনি ক্রিকেট খেলেন না। বহুদিন হয়ে গেল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অর্থাৎ অনেক দিন আগেই তিনি পাকিস্তানের জাতীয় দলের জার্সি টি তুলে রেখেছেন। কিন্তু তার সত্ত্বেও হঠাৎ করে প্রচারের আলোয় চলে এলেন তিনি। নতুন প্রতিবাদের থেকেও যেন এই মুহূর্তে পাকিস্তানি ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন পাকিস্তানি হিন্দু ক্রিকেটার দানিশ কনেরিয়া। নতুন থেকেও যেন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই পাকিস্তানি হিন্দু ক্রিকেটার কে নিয়ে। আর এনাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার পেছনে যার অবদান রয়েছে তিনি হলেন প্রাক্তন পাকিস্তানি তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার।

পাকিস্তানের একটি জনপ্রিয় চ্যানেলের টিভি শোতে এসে শোয়েব আক্তার দাবি করেছিলেন যে দানিশ ছিলেন একজন হিন্দু ক্রিকেটার। আর সেজন্যই বারবার জাতীয় দলে সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হতে হয়েছে দানিশ কে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্র থেকে বঞ্চিত করা হয় তাকে। এমনকি দানিশ হিন্দু বলেই তার দলের অনেক সতীর্থ তাকে এক টেবিলে বসে খেতে দিতেন না, এমনকি নিজের হাতে খাবার তোলার অনুমতি পর্যন্ত ছিলনা দানিশের। শোয়েব আক্তারের এই সমস্ত দাবিকে সমর্থন জানিয়েছেন দানিশ কনেরিয়া। তারপর থেকেই ডামাডোল হয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেটের পরিস্থিতি।

Danish Kaneria YouTube

আর এবার মুখ খুললেন দানিশ। নিজের সমস্ত দাবি একটি ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করার মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরলেন। তিনি সে ভিডিওটির শুরু করেন জয় শ্রী রাম বলে তারপর দাবি করেছেন যে শুধুমাত্র হিন্দু ধর্মের হওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে তাকে বঞ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমন কি মিথ্যা অভিযোগে তাকে ক্রিকেট ফিক্সিং কাণ্ডে ফাঁসিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে দানিশ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ ফিক্সিংয়ের মত মিথ্যা অভিযোগ করে আমাকে ক্রিকেট ছাড়তে বাধ্য করে। অপরদিকে যারা সরাসরি ফিক্সিংয়ের সাথে যুক্ত ছিল তারা এই মুহূর্তে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলছেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন বেশ কয়েকজন রয়েছেন যারা সরাসরি ফিক্সিংয়ের সাথে যুক্ত ছিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর