ক্লাস ওয়ানেই ৪.২৭ লক্ষ টাকা! মেয়ের স্কুল ফিস দেখে মাথায় হাত বাবার

বাংলা হান্ট ডেস্ক: আমাদের প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে যে সন্তানকে একটু ভালো জায়গায় পড়াবো মানুষ করাবো। তার জন্য যত খরচ করতেই হোক না কেন, সব করতে রাজি বাবা-মা। বাবা মায়েরা জীবনের সুখ-দুঃখ সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেন ছেলে-মেয়েদের পিছনে। কিন্তু এখন সন্তানদের ভালো শিক্ষা দেওয়া মধ্যবিত্তদের কাছে হয়ে উঠেছে “বামুন হয়ে চাঁদ ধরার মতো।” ভাবছেন কেন বলছি?

ক্লাস ওয়ানেই স্কুল ফিস (School Fees) ৪.২৭ লক্ষ টাকা

সমাজ মাধ্যমে এক অসহায় বাবা এমন একটি পোস্ট করেছেন, যার পর থেকে এমনটাই শোনা যাচ্ছে। মাত্র প্রথম শ্রেণীর ক্লাসে পড়ানোর জন্য খরচ করতে হবে ৪.২৭ লক্ষ টাকা। সমাজ মাধ্যমে ওই ব্যক্তি বর্তমান স্কুল বেতনের (School Fees) কাঠামো তুলে ধরেছেন। যা দেখে আঁতকে উঠেছে নেটনাগরিকরা। খানিক বিদ্রুপ করে ওই ব্যক্তি লিখেছেন, “ভাল শিক্ষা আসলে বিলাসিতা, যা মধ্যবিত্তের সাধ্যের বাইরে।”

সমাজ মাধ্যমে ঠিক কি ভাইরাল হয়েছে?

সম্প্রতি এক্স হ্যান্ডেলে ঋষভ জৈন নামের এক ব্যক্তি স্কুলের বেতন (School Fees) কাঠামোর সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। যে তালিকা প্রকাশ করেছেন সেটা রাজস্থানের কোন নামিদামি স্কুলের। পোস্টে জৈন লিখেছেন, “আগামী বছর আমার মেয়ে প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস ওয়ানে ভর্তি হবে। আর মেয়েকে পড়ানোর জন্য আমরা আমাদের শহরের ভালো স্কুলগুলির মধ্যে এই স্কুলকে বেছে নিই। আর সেই স্কুলের বেতন (School Fees) বাবদ এক বছরের জন্য খরচ করতে হবে ৪ লক্ষ ২৭ হাজার টাকা। তিনি আরো বলেছেন, শুধু এই একটি স্কুল নয়, অন্যান্য ভাল স্কুলেও বেতন কাঠামো এমনটাই রয়েছে।

ঠিক কি কারণে এত ছোট ক্লাসে এত বেতন নেওয়া হচ্ছে?

ঋষভ জৈন সমাজ মাধ্যমে স্কুল ফিসের (School Fees) যে কাঠামো প্রকাশ করেছেন তাতেই স্পষ্ট উল্লেখ করা রয়েছে সমস্তটা। তাতে লেখা, রেজিস্ট্রেশন ফি, ২০০০ টাকা, অ্যাডমিশন ফি ৪০,০০০ টাকা, কশন মানি (ফেরতযোগ্য) ৫০০০ টাকা। এছাড়া স্কুলের বার্ষিক ফি ২ লক্ষ ৫২ হাজার টাকা, বাস ভাড়া- ১ লক্ষ ৮ হাজার টাকা, বই ও পোশাকের জন্য নেওয়া হবে ২০,০০০ টাকা, সব মিলিয়ে যার অঙ্কটা দাঁড়ায় মোট ৪,২৭,০০০ টাকা।

আরও পড়ুন: ফের দার্জিলিংয়ে ছুটবে টয়ট্রেন! আনন্দে আত্মহারা পর্যটকরা, বুকিং থেকে ভাড়া; জানুন এক ক্লিকেই

এরপরই ওই ব্যক্তি জানিয়েছেন, বছরে ২০ লক্ষ টাকা উপার্জন করেও অনেকের পক্ষে এত বড় স্কুলে পড়ানো অসম্ভব। কারণ ২০ লক্ষ টাকার মধ্যে ৫০ শতাংশই নিয়ে নিচ্ছে সরকার। আয়কর, জিএসটি, পেট্রোলের উপর ভ্যাট, রোড ট্যাক্স, টোল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ক্যাপিটাল গেইন, ল্যান্ড রেজিস্ট্রির পিছনে গাদা গাদা খরচ সামলাতে চলে যাচ্ছে। এরপর তো রয়েছে সংসারের খরচ। টার্ম ইনস্যুরেন্স, হেলথ ইনস্যুরেন্স প্রিমিয়াম এবং বুড়ো বয়সের পেনশনের জন্য পিএফ, এনপিএস। সবমিলিয়ে শুধু খরচ আর খরচ।

তাই জৈনর মতে, এত কিছু করে যে ১০ লক্ষ টাকা আপনার হাতে বেঁচে থাকবে তাতে সংসারই কুলিয়ে উঠবে না। তার উপর তো রয়েছে সঞ্চয়। আর তারপর যদি দুটি সন্তান থাকে, সেক্ষেত্রে প্রতিবছর এত মোটা অঙ্কের স্কুলের বেতন (School Fees) দেওয়া কি সম্ভব? এমনটাই লিখে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ওই কন্যার বাবা।

School Fees

এই পোস্ট করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও বিষয়টি দেখে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হা হুতাশ করছেন। সেই সাথে সমর্থন করছেন ওই ব্যক্তিকে। সবদিক থেকে বিচার বিবেচনা করলে দেখা যাবে খুব একটা ভুল কথা বলেননিই এই ব্যক্তি। বর্তমান সমাজে আমাদের শিক্ষা কাঠামোর যা অবস্থা সে কথাই তুলে ধরেছেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর