শিক্ষক হতে চান? আপনার স্বপ্নপূরণ হবে খুব শিগগিরিই! প্রকাশ্যে এল নিয়োগের আপডেট

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগে চাকরি পাওয়া আর হাতে চাঁদ পাওয়া দুটোই এক ব্যাপার। এই মূহুর্তে শুধু রাজ্যে নয়, গোটা দেশ জুড়ে বেকারত্বের সংখ্যা বাড়ছে। প্রতিদিন রাস্তায় হন্যে হয়ে ঘুরে ঘুরেও চাকরি পাওয়া যায় না। তবে এবার বেকারত্ব ঘুচাতে পশ্চিমবঙ্গের DAV Public School-এর তরফ থেকে দেওয়া হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।

চাকরিপ্রার্থীদের সুযোগ দিচ্ছে DAV Public School

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ডিএভি পাবলিক স্কুলের অধীনে স্নাতকোত্তর শিক্ষক, প্রশিক্ষণ স্নাতক শিক্ষক, প্রাথমিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ চলছে। আপনিও যদি এই স্কুলে কাজ করতে চান তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি। সদ্যই জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের DAV Public School তরফ থেকে শিক্ষক নিয়োগ চলছে।

DAV Public School

এই নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের (West Bengal) শিক্ষকদের (Teacher) জন্য এটি একটি বড় সুযোগ। এই স্কুল আপনার ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন এই স্কুলে কতদিন চলবে আবেদন? কারা কারা এই আবেদনের যোগ্য? জেনে নিন বিস্তারিত

আরোও পড়ুন : আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! CBI-এর হাতে বিস্ফোরক তথ্য? ফাঁস হতেই তোলপাড়

কতদিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে? 

তথ্যসূত্রে জানা গিয়েছে, DAV পাবলিক স্কুলে আবেদনের সময়সীমা শুরু হয়ে গিয়েছে।  ১৫.১০.২০২৪ সকাল ৮টা থেকে ৫.১১.২০২৪ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়ার সময় রয়েছে। ২০২৫-২৬ অধিবর্ষের জন্যই বিভিন্ন বিভাগে DAV প্রতিষ্ঠানে নিয়োগ নেওয়া হচ্ছে। মনে রাখবেন, এখানে স্নাতকোত্তর শিক্ষক, প্রশিক্ষণ স্নাতক শিক্ষক, প্রাথমিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ চলছে। তাই আবেদনের সময় এই বিষয়ে সঠিকভাবে পড়ে নিয়ে তারপর আবেদন করুন।

আরোও পড়ুন : জিতের ছেলের জন্মদিনে বেবি বাম্প ঢেকে হাজির কোয়েল! ফিরল অনুরাগীদের পুরনো নস্টালজিয়া

কোথায় কিভাবে আবেদন করতে হবে দেখে নিন:

আপনাদের সমস্ত  প্রশ্নের উত্তর এবং যোগ্যতার বিশদ বিবরণের জন্য ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটটি হচ্ছে: www.davwbzone.org। এখানে গিয়ে ভিজিট করলেই সবকিছুর আপডেট পেয়ে যাবেন। আবেদনের পর যোগ্য প্রার্থীদের নিয়োগের  প্রথম ধাপের জন্য ডাকা হবে। প্রত্যেকটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

There are new rules regarding the appointment of teachers.

এমনকি CBT অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বিভিন্ন DAV স্কুলে অনুষ্ঠিত হবে। তবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই তারিখ এবং সময় আপনাকে  ইমেল কিংবা SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। জানা গিয়েছে, যারা CBT-তে যোগ্য হবেন তারা দ্বিতীয় পর্বের নিয়োগের জন্য যোগ্য হবেন। দ্বিতীয় পর্বে, বিশেষজ্ঞ প্যানেল ইন্টারভিউ এবং ক্লাস ডেমোনস্ট্রেশন/ব্যবহারিক প্রদর্শন সমন্বিত টেস্ট নেওয়া হবে। তবে প্রার্থীরা শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন, তার বেশি নয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর