“কোহলি আমাদের ধরাছোঁয়ার বাইরে, চেষ্টা করলেও ওকে ছুঁতে পারবো না” বিস্ফোরক ডেভিড ওয়ার্নার

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান প্রজন্মের সেরা ব্যাটসম্যান হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি তাঁর অসাধারণ পারফরম্যান্স এর মধ্য দিয়ে শুধুমাত্র তার ভক্তদের মন জয় করে নেন নি, সেই সঙ্গে তার প্রতিপক্ষ ক্রিকেটারদেরকেও অবাক করে দিয়েছেন বিরাট। বাইশ গজে বিরাট কোহলির প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নার। তবে ব্যাটসম্যান বিরাট কোহলির প্রতি ডেভিড ওয়ার্নারের যে অগাত ভরসা সেটি ফের একবার প্রমাণিত হয়ে গেল।

   

আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে শতরানের দিক থেকে অনেক এগিয়ে গিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির বর্তমান আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা 70 টি। বিরাট কোহলির পরে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে তিনি বিরাট কোহলির থেকে অনেক পিছিয়ে। ওয়ার্নারের আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা 43 টি। সেই কারণেই ওয়ার্নার মনে করেন বিরাট কোহলি সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন।

বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের পরে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যান্য সেরা ব্যাটসম্যানরা হলেন কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুট, রোহিত শর্মা। তবে এরা সকলেই বিরাট কোহলির থেকে অনেক পিছিয়ে রয়েছেন। আর সেই কারণেই ওয়ার্নার দাবি করেন, “আমাদের সত্যিটা মেনে নেওয়া উচিত। আমরা অনেক চেষ্টা করলেও কোহলিকে ছুঁতে পারবো না।”
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে 70 টি সেঞ্চুরি করলেও গত দেড় বছরে বিরাট কোহলির ব্যাট থেকে কোন সেঞ্চুরি আসে নি। বিরাট শেষবার সেঞ্চুরি করেছিল বাংলাদেশের বিরুদ্ধে 22 শে নভেম্বর 2019 সালে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর