সুপারম্যান ডিভিলিয়ার্সে মুগ্ধ, ম্যাচ জিতে ভাষা হারিয়ে ফেললেন বিরাট

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। আর এই লড়াই ছিল মূলত ভারতীয় সীমিত দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক এর মধ্যে। অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে। এই লড়াইয়ে রোহিতকে টেক্কা দিল বিরাট কোহলি। রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে দুর্দান্ত জয় তুলে নিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এইদিন প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স এর সামনে 202 রানেই বিরাট টার্গেট খাড়া করে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে মুম্বাই ইন্ডিয়ান্স। এর ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে দুর্দান্ত ব্যাটিং করে জয় তুলে নেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স।

এইদিন ইনিংসে ব্যাটিং করার সময় দুর্দান্ত ব্যাটিং করেন এবি ডিভিলিয়ার্স। মাত্র 24 বলে 55 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডেভিলিয়ার্স। ডেভিলিয়ার্সের ইনিংসটি সাজানো ছিল চারটি চার এবং চারটি ছক্কা দিয়ে। এছাড়া সুপার ওভারেও ব্যাটিং করার দায়িত্ব কাঁধে নেন ডেভিলিয়ার্স। সুপার ওভারে ডিভিলিয়ার্সের বলে দুর্দান্ত বাউন্ডারি মেরে আরসিবি-কে জয় এনে দেন ডেভিলিয়ার্স, যোগ্য সঙ্গ দেন অধিনায়ক বিরাট কোহলি।
আর ম্যাচ জয়ের পর বিরাট কোহলি বলেন, “ভাষা হারিয়ে ফেলেছি, রোলার কোস্টারের মতো ওঠানামা করছিল ম্যাচের ভাগ্য। এবি দুর্দান্ত ব্যাটিং করেছে ওর যত প্রশংসা করা যায় ততই কম। এছাড়াও আমাদের বোলারাও এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। টোটাল টিম গেম খেলে সঠিক পরিকল্পনা মাফিক আমরা ম্যাচ জিতে নিয়েছি।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর