গঙ্গার ঘাটে প্রতিমার কাঠামোর নিচে বস্তাবন্দি দেহ উদ্ধার! চাঞ্চল্য বাজা কদমতলা ঘাটে

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) সমাপ্তি ঘটেছে। গতকাল মহা দশমী উপলক্ষ্যে শহরের একাধিক ঘাটে প্রতিমা বিসর্জন দিতে আসে অসংখ্য মানুষ। তবে সেই সকল প্রতিমা সরানোর কাজ করতে গিয়েই উঠে আসলো ভয়ানক দৃশ্য, যা দেখে চক্ষু চড়ক কাজ হয়ে গিয়েছে সকলের। প্রতিমার কাঠামো মাঝে বস্তাবন্দি দেহ থাকতে দেখে হতবাক হয়ে পড়েন পুরসভার কর্মীরা। পরবর্তীতে পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে নিয়ে যায়।

   

গতকাল মাঝরাতে বাজা কদমতলা ঘাটে প্রতিমার কাঠামো সরানোর কাজে হাত লাগাতে গিয়ে হতবাক হয়ে যান পুরসভার কর্মীরা। কাঠামো গুলির মধ্যে এক বস্তাবন্দি দেহ আটকে থাকতে দেখে সেটিকে গঙ্গার পাশে তুলে নিয়ে আসে তারা। পরবর্তীতে সেখানে আগত মানুষজন মৃতদেহটিকে দেখে অস্বস্তি অনুভব করলে পুলিশে খবর দেওয়া হয়।

পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে ওই বস্তাবন্দি দেহটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। দেহটি এক মধ্য বয়সী যুবকের বলে জানা গেলেও এক্ষেত্রে তার পরিচয় প্রসঙ্গে স্পষ্ট কোন ধারণা মেলেনি। এক্ষেত্রে জোয়ারের সময় দেহটি গঙ্গার ধারে এসে গিয়েছে বলেই প্রাথমিক অনুমান।

তবে শুধুমাত্র গঙ্গার ধারে দেহ উদ্ধারই নয়, এদিন হাওড়ার ডোমজুড় থানা সংলগ্ন এলাকা থেকে অপর একটি বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। ডোমজুড় থানা সংলগ্ন সলপ পীরডাঙ্গা এলাকায় একটি দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল ছড়িয়েছে সর্বত্র। স্থানীয় সূত্রে খবর, এদিন রাস্তা দিয়ে যাতায়াত করার সময় রক্তাক্ত অবস্থায় একটি বস্তার দিকে নজর যায় এলাকাবাসীদের। পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

Dead body,death,baja kadamtala ghat,howrah,domjur,salap

পুলিশ সূত্রের খবর, বস্তার ভেতর এক যুবকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে তার হাত এবং পা বাঁধা অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। দেহটিকে পোস্টমর্টেমের জন্য পাঠানোর পাশাপাশি ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই এলাকায় মাঝেমধ্যে অসামাজিক কাজকর্ম করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই উঠে গিয়েছে প্রশ্ন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর