‘আমায় কমরেড বলে ডাকবেন!” দল বদলাচ্ছেন দেবাংশু? ফেসবুক পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যুব তৃণমূল নেতা হিসেবে অন্যতম জনপ্রিয় নাম দেবাংশু ভট্টাচার্য। তাঁর খেলা হবে স্লোগানকে হাতিয়ার করেন একুশের বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত দেবাংশু। মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের আসনের বসিয়েছেন তিনি। স্যোশাল মিডিয়াতেও তাঁর ফ্যান ফলোয়িংও কিছু কম নয়। এবার দেবাংশুর একটি ফেসবুক পোস্টকে ঘিরেই তুঙ্গে উঠল জল্পনা। গতকাল রাতে একটি ফেসবুক পোস্টে তাঁকে কমরেড বলে ডাকার আবেদন জানিয়েছেন এই যুব নেতা। তবে কি দল বদলের পথেই হাঁটছেন তিনিও? এই গুঞ্জনেই উত্তাল স্যোশাল মিডিয়া।

এই জল্পনায় নিজেই জল ঢেলেছেন দেবাংশু। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত টিভি রিয়েলিটি শো দাদাগিরিতে অংশ গ্রহণ করেছিলেন তিনি। সেখানেই নিজের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বামেদের কটাক্ষ করর এহেন পোস্টটি করেন এই তৃণমূল যুব নেতা।

শনিবারই টেলিভিশনে সম্প্রচারিত হয় এই বিশেষ এপিসোডটি। সেখানে দেখা যায় খেলা শেষে শূন্য স্কোর করেছেন তিনি। এরপরই বামেদের প্রাপ্ত আসনকে কটাক্ষ করে নিজেকে কমরেড বলে ডাকার পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। বাম বিরোধী হিসেবে পরিচিত তিনি। কোনো পরিস্থিতিতেই বামেদের কটাক্ষ করার কোনো সুযোগই ছাড়েন না এই যুব নেতা। স্যোশাল মিডিয়া পোস্ট কিংবা ভিডিও সর্বত্রই বামেদের ফলাফল নিয়ে ‘কমেডি’ এবং ব্যঙ্গ করতে দেখা যায় তাঁকে। কখনও তাঁর নিশানায় থাকে লাল শিবিরের ফলাফল কখনও আবার বাম নেতৃত্ব। এদিনের পোস্টটিও তার ব্যতিক্রম নয়।

debangshu Bhattacharya,tmc,cpm,dadagiri,comrade,দেবাংশু ভট্টাচার্য,কমরেড,তৃণমূল,দাদাগিরি,সৌরভ গঙ্গোপাধ্যায়

শুধু সিপিএমই নয়, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও রাজনৈতিক প্রশ্নবানে ঘায়েল করেছেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর ছুঁড়ে দেওয়া প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান সৌরভ। দেবাংশু সৌরভকে জিজ্ঞেস করেন, ‘বিধানসভা নির্বাচনের আগে আমরা কিছু খবর পেয়েছিলাম…..’, তাঁর প্রশ্ন শেষ হওয়ার আগেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট হন সৌরভ। উত্তর বলেন, ‘আমাকে এসব প্রশ্ন করিস না’। বলাই বাহুল্য, দেবাংশুর বাকি প্রশ্ন বান গুলি অতি সযত্নেই এড়িয়ে যান বিসিসিআই কর্তা।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের এপিসোডে দেবাংশু ছাড়াও হাজির ছিলেন ভাইরাল কাঁচা বাদাম গান খ্যাত ভুবন বাদ্যকর। সবাইকে অবাক করে সেরার শিরোপা এবং অনুষ্ঠানের ট্রফি নিয়েই বাড়ি ফেরেন তিনি। তাঁর কাছে হেরে দ্বিতীয় হয়েছেন দেবাংশু।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর