‘অনেক মানুষ আমায় খুঁজছেন! স্ক্রিনশট পাঠাচ্ছেন, বহু মিডিয়া…!’, যাদবপুর কাণ্ডে হঠাৎ কেন উধাও দেবাংশু?

বাংলা হান্ট ডেস্ক : কোথায় দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)? কোথায় তৃণমূলের যুবনেতা (Trinamool Congress Youth Leader)? যাদবপুরে এতবড় কাণ্ড হয়ে গেল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) মন্তব্য করেছেন। কিন্তু তৃণমূলের অন্যতম মুখপাত্র কেমন যেন ডুমুরের ফুল হয়ে গেছেন। তাই তাঁর অনুগামীরা তো বটেই, তাঁর সমালোচকরাও রীতিমতো ‘হ্যাজ’ নামিয়ে ফেলেন কোথায় দেবাংশু? অবশেষে ফেসবুকে এসে যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন শাসক দলের যুবনেতা।

কী বললেন দেবাংশু? নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেবাংশু লেখেন, ‘মেসেঞ্জারে ইতিমধ্যেই শ’খানেক মানুষ আমার খোঁজ করেছেন, অনেকে স্ক্রিন শট পাঠাচ্ছেন, বহু মিডিয়ার কমেন্ট বক্সেও এই প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রত্যেকেরই জিজ্ঞাসা “আমি কোথায়”? সকলের উদ্দেশ্যে বলি, দিন সাতেক হল বিশেষ কাজে একটু বাইরে এসেছি। ২৬ তারিখের পর থেকে আবার যথারীতি সর্বত্র দেখতে পাবেন।’

Untitled design 14 3

দেবাংশু আরও লেখেন, ‘এমন একটি প্রয়োজনীয় সময়ে উপস্থিত না থাকতে পারা আমার জন্যেও কষ্টকর। যারা খোঁজ নিচ্ছেন, তাদের ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি দেখা হবে।’ দেবাংশুর এই পোস্টের কমেন্টও বেশ চমকপ্রদ। অধিকাংশই তাঁর অনুগামী। তাঁরা সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন এই পরিস্থিতিতে দেবাংশুর মন্তব্য করাটা খুব দরকার তাই তিনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন। এমনই দাবি তাঁর ‘ফ্যান’দের।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় সোজাসুজি বাম ছাত্র সংগঠনের উপর দোষ চাপিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তাঁর ফেসবুক পোস্টে শুরু হয় বিতর্ক। ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমে বিতর্ক তৈরি হয়নি বলেও আক্ষেপের সুরে সমালোচনা করেন তিনি। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু হয় হস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে। ঘটনার পর উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এই ঘটনার পিছনে র‌্যাগিং-এর ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তার মধ্যেই এই ঘটনার জন্য বাম ছাত্র সংগঠনকে দায়ী করছেন দেবাংশু।

আরও পড়ুন : গ্রেফতার হয়েও ঔদ্ধত্য! সংবাদমাধ্যমকে দেখে যা করলেন যাদবপুর কাণ্ডে ধৃত… রক্ত গরম হয়ে যাবে

সেদিন নিজের প্রোফাইলে দেবাংশু লেখেন, ‘যাদবপুরের ভাইটাকে নিয়ে আলোচনা নেই। টিভিতে বিতর্ক নেই। প্রতিবাদ নেই, মিছিল নেই! কারণ? খুনির নাম বাম ছাত্র সংগঠন।’ এই মৃত্যুর ঘটনার সঙ্গে সরাসরি বাম ছাত্র সংগঠনকে জড়িয়ে দেন তিনি। এইরকম আক্রমণের পরিপ্রেক্ষিতে তৈরি হয় নতুন বিতর্ক। তবে এতদিন ‘অন্তর্ধানের’ পর কী রূপ নিয়ে তিনি ফিরে আসেন সেটাই এখন দেখার।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর