করোনা মোকাবিলায় দরিদ্র পথশিশুদের হাতে খাবার তুলে দিলেন সঙ্গীতশিল্পী, প্রশংসা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারগুলি।
ইতিমধ‍্যেই লকডাউন ঘোষনা হয়ে গিয়েছে বেশ কিছু রাজ‍্যে। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি।তা সত্ত্বেও দিন দিন দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ‍্যা। এই পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জি জানিয়েছেন দেশবাসীর কাছে এগিয়ে আসার জন‍্য, করোনার সঙ্গে মোকাবিলায় যথাসাধ‍্য অর্থসাহায‍্য করার জন‍্য।

   

ইতিমধ‍্যেই সাধারন মানুষ সহ বহু তারকা দান করেছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। তালিকায় রয়েছে অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, প্রভাস, রজনীকান্তের মতো হেভিওয়েট তারকার নাম। নিজেদের সাধ‍্যমতো অনেকেই এগিয়ে এসেছেন দরিদ্র মানুষের সাহায‍্যার্থে। এবার উদ‍্যোগী হয়েছেন সঙ্গীত শিল্পী দেবাশিস দত্ত। লকডাউনের এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র মানুষ ও পথশিশুদের হাতে বিস্কুট, চিনি, ছাতু, সাবান সহ আবশ‍্যকীয় কিছু জিনিসপত্র তুলে দেওয়া হয়।

এই কাজে হাত লাগায় বিবেকানন্দ আন্তর্জাতিক স্বাস্থ‍্য কেন্দ্র, পরমায়ু ও মেডিক‍্যাল ব‍্যাঙ্ক। দেবাশিস দত্তের এই মানবিক উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। এই কাজের জন‍্য সকলেই প্রশংসা করেছেন তাঁর। শুধু তাই নয়, করোনা নিয়ে সচেতনতামূলক গানও বেঁধেছেন এই শিল্পী। ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই গান। প্রতি মুহূর্তে ইউটিউবে বাড়ছে লাইক ও ভিউয়ের সংখ‍্যা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর