দুবার বিধায়ক হয়েও কেন ছাড়লেন তৃণমূল, অবশেষে মুখ খুললেন দেবশ্রী রায়

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের (tmc) প্রার্থী তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভের পালা। টিকিট না পেয়ে দল ছাড়লেন বিধায়ক দেবশ্রী রায় (debashree roy)। দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে তৃণমূলের সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করেছেন রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়।

তৃণমূল ছাড়তেই দলের বিরুদ্ধে উগরে দিলেন নিজের ভেতরে জমে থাকা পাওয়া না পাওয়ার ক্ষোভ। রায়দিঘির দুবারের জয়ী বিধায়ক হওয়া সত্ত্বেও দল তাঁর করদ করেই বলে অভিযোগ করে দেবশ্রী রায় বলেন, ‘কান্তি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রায়দিঘিতে একটা সময়ে কেউ দাঁড়াতে চাইতেন না। তখন আমি পরপর দুবার ওই আসনে দলকে জিতিয়েছি। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি- অবমাননা, অপমান। বারবার দলকে জানিয়েও, কোন লাভ হয়নি’।

debashree roy express her opinion about tmc

 

দুবার রায়দিঘি থেকে জেতার পরও সেখানে এবারে আর দাঁড়াতে চাননি দেবশ্রী রায়। সেবিষয়ে তিনি বলেন, ‘আমার এলাকা থেকেই আমার বিরুদ্ধে নবান্নে অভিযোগ করেছে একজন বিশেষ ব্যক্তি। নোংরামি করা হয়েছে আমার সঙ্গে। সবকিছু সয়ে চুপ থেকে দলকে সব জানিয়েছিলাম। কোন লাভ হয়নি’।

তিনি আরও বলেন, ‘রায়দিঘিতে না দাঁড়ানোর কথা বলেছিলাম। তখন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ফোনে আমাকে বলেন- দলের বিরুদ্ধ কিছু না বলতে। তখন কুনাল ঘোষকে আমি বললাম- ১০ বছর হয়ে গেল আমার, কোনও সংবাদমাধ্যম বলতে পারবে না যে আমি কোনদিন দলের বিরুদ্ধে কিছু বলেছি, চ্যালঞ্জ করে বলছি এই কথাটা’।

তৃণমূল ত্যাগ করার পর আবারও অভিনয় জগতে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘মনটা ভালো থাকলেও, কিছুটা উদাস হয়ে গেলাম। আবারও অভিনয় জগতে ফিরে কাজে মনোনিবেশ করতে চাই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর